একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস
সাধারণত শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এটি একটি জীবাণুঘটিত রোগ। গলা ব্যথা, টনসিলের ইনফেকশন, স্ক্যাবিস সঠিক ভাবে চিকিৎসা না হলে তা পরবর্তীতে কিডনীকে আক্রান্ত করে ও একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস (acute glomerulonephritis) সৃষ্টি করতে পারে।
একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে শিশুর গায়ে জ্বর খাকে, রক্তচাপ বেড়ে যায়, শরীরে পানি আসে, শরীর দুর্বল হয়ে যায়, প্রস্রাব হ্রাস পায়, প্রস্রাবের সাথে রক্ত ও প্রোপ্রোটিন নির্গত হয় ইত্যাদি।
একিউট গ্লোমেরুলো নেফ্রাইটিসের লক্ষণ দেখা দিলে দ্রুত একজন ইউরোলজিস্ট কিংবা মেডিসিন/সার্জারী বিশেষজ্ঞ কিংবা এমবিবিএস চিকিৎসকের নিকট পেরণ করতে হবে ।