গর্জন গাছ
গর্জন
প্রচলিত নাম : কালি গর্জন, তেলিয়া গর্জন
ইংরেজী নাম : Garjan Troeliorato alla : Dipterocarpus turbinatus Gaertn.
পরিবার : Dipterocarpaceae
পরিচিতি : বড় আকারের সোজা ও লম্বা চিরসবুজ বৃক্ষ। উচ্চতায় ৭০ মিটার বেড় ৪ মিটার পর্যন্ত হয়ে থাকে। বাকল সাদা ও ধূসর, ফাটালযুক্ত নতুন শাখাসমূহ সংকুচিত । পাতা লম্বাটে, ১৩-৩০ সেঃ মিঃ লম্বা হয়। পাতার বোঁটা হমজাতীয় পদার্থ দ্বারা হাল্কাভাবে আবৃত থাকে। ফুল বড় বৃতি নলাকৃতির ও হালকা লাল। ফল বাদামী পাখাযুক্ত এবং লম্বায় ১৩ সে. মি. পর্যন্ত হয়ে থাকে ।
বিস্তৃতি : বৃহত্তর চট্টগ্রাম বনাঞ্চলে পাওয়া যায়।
বীজ সংগ্রহ : মে-জুন।
বীজের ওজন : কেজিতে ১৫০-১৭০টি।
সাধারণ ব্যবহার : কাঠ লালাভ বাদামী। মোটামুটি শক্ত, ভারী টেকসই ও দৃঢ়। ওজন ৭৬ কেজি/ঘন মিটার। এ কাঠ বিশেষ করে লঞ্চ, ট্রলার, নৌকা নির্মাণ, নির্মাণ কাজ, দরজা, জানালা, প্যাকিং বাক্স, চায়ের বাক্স, রেলওয়ে স্লিপার, তক্তা, মেঝে, ডোঙ্গা, দাড়, গাড়ী, ওয়াগন, প্যানেলিং ও ব্রীজ ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। গাছ থেকে আহরিত গর্জন তেল জ্বালানী ও রজন হিসেবে ব্যবহৃত হয়।