গল ব্লাডার বা পিত্তথলি
গল ব্লাডার বা পিত্তথলি
গল ব্লাডার (gallbladder) বা পিত্তথলি হলো একটি থলের মত অঙ্গ যা লিভারের নিচের পৃষ্ঠে অবস্থান করে এবং বাইল (পিও)-এর আধার হিসেবে কাজ করে। প্রিফিক্স/সাফিক্স কল দ্বারা গল ব্লাডারকে বোঝায়।
অবস্থান
গল ব্লাডার রাইট হাইপোকন্ড্রিয়াম রিজিওনে অবস্থান করে। বিশেষভাবে ৯ম কোস্টাল কার্টিলেজের প্রান্তের ঠিক নিচে।
কাজ
প্রধান কাজসমূহের অন্তর্ভুক্ত রয়েছে (১) বাইলের আধার হিসেবে কাজ কওে (২) বাইলকে গাঢ় করে। (৩) প্রয়োজন অনুযায়ী বাইল নিঃসরণ করে। বাইল বা পিত্ত বাইল (bile) বা পিত্ত হলো তিক্ত স্বাদ বিশিষ্ট হলুদাভ-সবুজ বর্নের তরল পদার্থ যা লিভার বা যকৃত কর্তৃক সংশ্লেষিত হয়, গলব্লাডার (পিত্ত থলি)-এ জমা থাকে এবং পরিপাক ক্রিয়ায় গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে।
পিত্তের বৈশিষ্ট্য
হলুদাভ সবুজ, চটচটে, ক্ষারীয়, তিক্ত স্বাদ বিশিষ্ট তরল। পরিমান- ৬০০-১০০০ মিলি/ দিন।
পিত্তের গাঠনিক উপাদান
১. তরল: পানি।
২. কঠিন অংশ
বাইল সল্ট বা পিত্ত লবন: সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট।
বাইল এসিড (পিত্ত অশ্ল): কোলিক এসিড, ডি- অক্সি কলিক এসিড, চেনো ডিঅক্সি কলিক এসিড, লিথোইক এসিড, এনোলিক এসিড।
বাইল পিগমেন্ট বা পিত্ত রঞ্জক: বিলিরুবিন, বিলিভার্ডিন।
আয়ন: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাই কার্বনেট।
কোলেস্টেরল
ফ্যাটি এসিড
লেসিথিন।
বাইল বা পিত্তের কাজ
১. পরিপাক : পিত্ত মুলত চর্বি পরিপাকে সাহায্য করে তবে আমিষ ও শর্করা পরিপাকেও কিছুটা সহায়ক ভূমিকা পালন করে। নিম্ন লিখিত ভাবে পিত্ত পরিপাকে সহায়ক ভূমিকা পালন করে
বস্তুর পৃষ্ঠটান কমায়।
লাইপেজের ক্রিয়াকে সক্রিয় করে
২. শশাষন কার্য- পিত্তলন সাহায্যে পিত্ত চর্বি ও চর্বিতে দ্রবনীয় বস্তু (যেমন চর্বিতে দ্রবনীয় ভিটামিন) ,লৌহ, ক্যালসিয়াম ইত্যাদি শোষনে কার্যকর ভূমিকা পালন করে।
৩. বিরেচক ক্রিয়া – পিত্ত লবন পেরিস্টালসিস বাড়ানোর মাধ্যমে বিরেচক ক্রিয়া প্রদর্শন করে।
৪. পিত্তের মিউসিন বাফার ও পিচ্ছিলকারক হিসেবে কাজ করে।