বিলিয়ারী এপারেটাস
বিলিয়ারী এপারেটাস ( biliary apparatus) হলো এমন কিছু অঙ্গ সমষ্টি যারা বাইল (পিও) কে লিভার হতে ডিউডেনামের দ্বিতীয় অংশ পর্যন্ত পরিবহনে ভূমিকা পালন করে।
অংশসমূহ
বিলিয়ারী এপারেটাসসমূহকে নিম্নভাবে শ্রেনীবিভাগ করা যায়
১. ইনট্রাহেপাটিক (লিভারের মাঝে অবস্থিত) অংশ: এর অন্তর্ভুক্ত রয়েছে: বাইল ক্যানালীকুলি, ক্যানেল অব হেরিং, বাইল ডকটিউল সমূহ, ডান ও বাম হেপাটিক ডাক্ট।
২. এক্সট্রাহেপাটিক (লিভারের বাইরের) অংশ: এক্সট্রাহেপাটিক বিলিয়ারী ট্রি বা এক্ট্রাহেপাটিক বিলিয়ারী এপারেটাস নামেও অভিহিত। এর অন্তর্ভূক্ত রয়েছে কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, গল ব্লাডার এবং কমন বাইল ডাক্ট।
বাইল পাথওয়ে (যে পথ দিয়ে পিত্ত পরিবাহিত হয়)
হেপাটোসাইট কর্তৃক সংশ্লেষণ — বাইল ক্যানালিকুলি → ক্যানেল অব হেরিং → বাইল ডাকটিউল – হেপাটিক ডাক্ট (ডান ও বাম) – কমন হেপাটিক ডাক্ট → সিস্টিক ডাক্ট → গল ব্লাড়ার → কমন বাইল ডাক্ট → হেপাটো প্যানক্রিয়াটিক এম্পুলার (এলা অব ভ্যাটার) মধ্যে দিয়ে ডিওডেনামের দ্বিতীয় অংশে মুক্ত হওয়া।