গাছপালা

ডিজিটালিস গাছ

প্রচলিত নাম : ডিজিটালিস, ডিজিটেলিস

ইংরেজী নাম : Foxglove

বৈজ্ঞানিক নাম : Digitalis purpurea.

পরিবার : Scruphulariaceae

পরিচিতি : বহুবর্ষজীবী বীরুৎ জাতীয় উদ্ভিদ। লম্বায় প্রায় এক মিটার, পাতাগুলো আকারে ছোট ও ডিম্বাকৃতি দেখতে অনেকটা ধুতরা পাতার ন্যায়। উপর দিকের পাতাগুলির বোঁটা থাকে না বললেই চলে, কিন্তু নিচের দিকের পাতাগুলির বোঁটা খুব লম্বা হয়। ৩০-৬০ সে. মি. দীর্ঘ মঞ্জুরীদণ্ডের একপাশে সাদা বা লালচে বেগুনী রং-এর ৫-৮ সে. মি. লম্বা ফুলগুলি সজ্জিত থাকে । গুচ্ছবদ্ধ ৬০-৭০টি বড় ফুল হয়। ফুলের বহিব্বাস ৫ খণ্ডে বিভক্ত, ফল ডিম্বাকার এবং ২ সে. মি. লম্বা।

বিস্তৃতি : ইউরোপের বহুস্থানে বালুকাময় ও প্রস্তরময় ভূমিতে জন্মে। বর্তমানে আমেরিকা, ভারত ও বাংলাদেশে এর চাষ হয়।

ফুল ও ফল ধরার সময় : জুন মাস।

ব্যবহার্য অংশ : পত্র ও মূল, ডিজিটালিস গাছের শুকনো পাতাই ভেষজ গুণসম্পন্ন।

ঔষধী ব্যবহার :

১) প্রধানত: উচ্চ রক্তচাপজনিত হার্টের রোগে ডিজিটালিস খুবই কার্যকরী ওষুধ। এই ওষুধটি করোনারী ধমনীতে রক্ত প্রবাহ বৃদ্ধি করে হৃৎপিণ্ডের পুষ্টি যোগায়। শরীরে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হলে কোন কোন জায়গায় বেশী মাত্রায় দেহতরল সঞ্চিত হতে থাকে। তখন ডিজিটালিস হৃদপিণ্ডের কর্মক্ষমতা পুনরুদ্ধারে সহায়তা করে।

২) বৃক্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে ডিজিট্যালিস মূত্র নিঃসরণের স্বাভাবিকতা বজায় রাখে। ডিজিট্যালিস দিয়ে তৈরি মলম পোড়া ও অন্যান্য অসুবিধায় লাগালে রোগের উপশম হয়।

৩) অপেক্ষাকৃত বেশী মাত্রায় প্রয়োগ করলে ক্ষিপ্ততা ভয়ঙ্কর সর্দিজনিত অক্ষেপ, ঋতুনাশ, গর্ভাশয় হতে রক্তস্রাব রোগ আরাম কর।

বেশিদিন ধরে বেশী মাত্রায় ডিজিটালিস ব্যবহার করলে শরীরে ব্যথা মাথা ঘোরা, মাথাব্যথা ইত্যাদি পার্শ্বক্রিয়া দেখা দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *