নিরাপদ চিকিৎসা, মাথা ও ব্রেইন রোগ, স্নায়ু ও মাংসপেশীর রোগ

এনসেফালাইটিস কেন হয় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

এনকেফালাইটিস। 

মস্তিস্কের ইনফ্লামেশনকে এনকেফালাইটিস বলা হয়। বিভিন্ন কারনে এটি হতে পারে তবে কিছু ভাইরাস এই রোগের জন্য দায়ী। আমাদের দেশে বাদুরের মাধ্যমে এই ভাইরাস বিস্তার লাভ করে। বাদুরের লালায় এই জীবানু বসবাস করে এবং বাদুরের লালা হতে এটি ফলে প্রবেশ করে। এই ফল কেউ খেলে তার ভাইরাস ইনফেকশন হওয়ার সম্ভবনা থাকে। একে প্রতিরোধ করতে হলে বাদুরে খাওয়া কোন ফল ( বাদুরের দাঁতের দাগ থাকলেই ) কোন অবস্থাতেই খাওয়া যাবে না। খেজ্বরের রস কাঁচা অবস্থায় খাওয়া যাবে না, তবে ৩০ মিনিট ফুটিয়ে খাওয়া নিরাপদ। এনকেফালাইটিস হলে রোগীর জ্বর, মাথাব্যথা, প্রলাপ বকা, অচেতনা ইত্যাদি লক্ষন থাকতে পারে। ভাইরাস এনকেফালাইটিস একটি মরনব্যাধি। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলেই রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *