কানে ব্যথা
কানের ভেতরে ফোড়া হওয়া, ইনফেকশন, কানের পর্দার সমস্যা, কানে আঘাত লাগা, কানের নিকট ছোট অস্থি মাস্টোয়েড প্রসেস-এর ইনফ্লামেশন, মাম্পস, কানে অতিরিক্ত ময়লা জমা ইত্যাদি কারনে কান বেদনা হতে পারে। কান, বেদনার সাথে কান দিয়ে পানি পড়া, কানে কম শোনা ইত্যাদি সমস্যা থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
কানের বেদনার সমস্যা হলে কখনোই কানে কোন কাঠি বা শক্ত কিছু দেয়া যাবে না। কখনোই অন্যকে কানে কোন কিছু প্রবেশ করাতে দেয়া যাবে না। কানে কোন প্রকার গাছ, হার্বাল ও হোমিওপ্যাথিক ঔষধ দেয়া যাবে না।
প্রাথমিক চিকিৎসা
১। সাধারণ ব্যবস্থাপনা
২। কান খোঁচানো থেকে বিরত থাকতে হবে।
কানে পানি প্রবেশ প্রতিরোধ করতে হবে।
ঔষধ
১। এনালজেসিক: মৃদু মাত্রার ক্ষেত্রে।
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে221) | টনি
। জেনেরিক: প্যারাসিটামল ফাস্ট রিলিজ প
। ব্র্যান্ড: নাপা র্যাপিড (NAPA RAPID) প্রস্তুতকারক:
বেক্সিমকো
| ভোজ: ১ টি ট্যবলেট ৬ ঘন্টা পর পর কিছু খাবার পর। শিশুদের ক্ষেত্রে।
জেনেরিক: প্যারাসিটামল ব্র্যান্ড: সিরাপ নাপা (NAPA) প্রস্তুতকারক: বেক্সিমকো ডোজ:
- ৬ মাসের কম বয়স্ক: ডাক্তারের পরামর্শ নিন।
৬ মাস থেকে ১ বছর বয়স: আধা চা চামচ দিনে ৩-৪
বার।
- ১ বছর থেকে ২ বছর: এক চা চামচ দিনে ৩-৪ বার।
- ২ বছর থেকে ৫ বছর: দেড় থেকে দুই চা চামচ দিনে
৩-৪ বার। ৫ থেকে ১২ বছর : ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার।
২) এনালজেসিক: তীব্র বেদনার ক্ষেত্রে। ( এর সাথে এন্টি আলসারেন্ট সেবন করতে
জেনেরিক: আইবুপ্রোপ্রোফেন (lbuprofen) । ব্র্যান্ড-ফ্লামেক্স (Flamex)-400, প্রস্তুতকারক-এ, সি, আই।
ডোজ :
প্রাপ্ত বয়স্ক : ৪০০ মিগ্রা (১ টি ট্যাব) দিনে ৩ বার ভরা পেটে, ৩-৫ দিন।
- শিশু : ১-২ বছর : আধা চামচ সিরাপ দিনে ৩-৪ বার। ৩-৭ বছর: ১ চা
চামচ সিরাপ দিনে ৩-৪ বার। ৪-১২ বছর : ২ চা চামচ সিরাপ দিনে ৩-৪ বার, ৩-৫ দিন।।
৩) এন্টি আলসারেন্ট;
ক) জেনেরিক: ইসোমেপ্রাজল (Esomeprazole); ব্রান্ড: ট্যাব-অপটন-২০ (Opton-20) প্রস্তুত কারক-বেক্সিমকো ডোজ: প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে ও রাতে খাবার ৩০ মি পূর্বে-১০ দিন। খ) জেনেরিক: রেনিটিডিন; ব্রান্ড-নিওসেপটিন আর, প্রস্তুতকারক: বেক্সিমকো। ডোজ:
০ ৮ বছরের অধিক : ১ টি ট্যাবলেট সকাল+রাত খাবার
= ৩০ মিনিট পূর্বে। কেন ০ ৪-৮ বছর : ৭৫ মিগ্রা (১ চামচ) দিনে ২ বার খাবার ৩০
মিনিটি পূর্বে। ২) এন্টি হিস্টামিন।
। জেনেরিক: ফেক্সোফেনাডিন (fexofenadin)
ব্রান্ড: ফেনাডিন (fenadin), প্রস্তুতকারক: রেনাটা ডোজ
প্রাপ্ত বয়স্ক (১২ বছরের ঊর্ধে): ৬০-১৮০ মিগ্রা দৈনিক। | শিশু- ৬ মাস থেকে ২ বছর : ১৫ মিগ্রা দিনে ২ বার। । শিশু- ২ বছর থেকে ১১ বছর : ৩০ মিগ্রা দিনে ১-২ বার।
সঠিক চিকিৎসার জন্য নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলতে হবে।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”ear-pain-alo”]
[videogallery id=”ear-pain-homeo”]
[videogallery id=”ear-pain-harbal”]