নাক কান গলা রোগ, নিরাপদ চিকিৎসা

কান দিয়ে পানি পড়া ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

কান দিয়ে পানি পড়া

কান দিয়ে পানি পড়ার প্রধান কারন কানে ইনফেকশন (জীবানুর আক্রমন)। এ ধরনের ইনফেকশনের ফলে কান দিয়ে পানির মত তরল পদার্থ, পুঁজের মত তরল, রক্ত মিশ্রিত তরল, দুর্গন্ধযুক্ত কিংবা দুর্গন্ধহীন হতে পারে।

প্রাথমিক চিকিৎসা

১। কান খোঁচানো থেকে বিরত থাকতে হবে।

২। কানে পানি প্রবেশ প্রতিরোধ করতে হবে।

ঔষধ। ১) এন্টিবায়োটিক জেনেরিক: এজিথোমাইসিন (aithromycin) ব্যান্ড : জিথিন (Githcin) প্রস্তুকারক: রেনাটা।

ডোজ:

| প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে : দৈনিক ৫০০ মিগ্রা হিসেবে ৩ থেকে ৬ দিন।

  • শিশুদের ক্ষেত্রে ১০ মিগ্রা/কেজি হিসেবে বয়স।

| গড় মাত্রা। ৩-৬ মাস বয়স পর্যন্ত | ৫০ মিগ্রা। | | সিরাপ: একচামচের চারভাগের একভাগ।

দিনে একবার ৩-৬ দিন।

৬ মাস থেকে ১ বছর | ৭৫ মিগ্রা | একচামচের তিনভাগের একভাগ ৩-৬ বয়স পর্যন্ত।

দিন। ১ বছর থেকে ২ বছর। |১০০ মিগ্রা | আধা চামচ দিনে একবার ৩-৬ দিন। ২ বছর থেকে ৫ বছর | ১২৫ মিগ্রা | এক চামচ দিনে একবার ৩-৬ দিন। ৫-১২ বছর 3 | ২৫০ মিগ্রা | ২৫০ মিগ্রা ট্যাবলেট অথবা

১.২৫ চামচ সিরাপ দিনে এক বার, ৩-৬ দিন ।

২) এন্টি হিস্টামিন।

জেনেরিক: ফেক্সোফেনাডিন (fexofenadin) ব্রান্ড: ফেনাডিন (fenadin), প্রস্তুতকারক: রেনাটা। ডোজ:

প্রাপ্ত বয়স্ক (১২ বছরের উৰ্দে): ৬০-১৮০ মিগ্রা দৈনিক। ৪ । শিশু- ৬ মাস থেকে ২ বছর : ১৫ মিগ্রা দিনে ২ বার। || চুল । শিশু- ২ বছর থেকে ১১ বছর : ৩০ মিগ্রা দিনে ১-২ বার।

কান দিয়ে পানি পড়া সমস্যার সঠিক চিকিৎসার জন্য এমবিবিএস (নাক কান গলা বিশেষজ্ঞ) চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

[videogallery id=”water-reading-with-ears-alo”]

[videogallery id=”water-reading-with-ears-homeo”]

[videogallery id=”water-reading-with-ears-harbal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *