গাছপালা

চিরুলি গাছ (শুলফা, শতপুষ্প, শতাহবা, মধুরা, কারকী, শতাকী ও ছত্রিকা)

চিরুলি

প্রচলিত নাম : শুলফা, শতপুষ্প, শতাহবা, মধুরা, কারকী, শতাকী ও ছত্রিকা

ইংরেজী নাম : Dill seed

বৈজ্ঞানিক নাম : Anethum graveolens Linn. (Syn. A. sowa Roxb.)

পরিবার : Apiaceae

পরিচিতি : বর্ষজীবী বীরুৎ, আরোমশ, সুগন্ধি ঔষধি উদ্ভিদ যা ১ মিটার পর্যন্ত উঁচু হয়। শীতকালে রবিশস্যের সাথে আগাছা হিসেবে জন্মায়। অক্টোবর-নভেম্বর মাসে বীজ বপন করে ফেব্রুয়ারী-মার্চ মাসে পাকা ফল সংগ্রহ করে থাকে। পাতা যৌগিক ৪৬ সে. মি. লম্বা কয়েকটি খণ্ডে বিভক্ত। ফুল যৌগ, ছত্রাকৃতি ও ফুল হলুদাভ। ফল ডিম্বাকৃতি চ্যাপ্টা, ক্ষুদ্র ও ধারগুলোতে শুয়া থাকে। কাঁচা অবস্থায় ফল সবুজ কিন্তু পাকলে ধূসর হয়। ফল লম্বালম্বি তিন খাজ বিশিষ্ট পক্ষল। এ গাছ অনেকটা মৌরী গাছের মতো।

বিস্তার : ভারতের উষ্ণ ও নাতিশীতোষ্ণ এলাকায় ব্যাপক চাষ হয়। বাংলাদেশেও চাষের সম্ভাবনা উজ্জ্বল। বাংলাদেশের উত্তরাঞ্চলের চাষযোগ্য জমিতে শীতকালে দেখা যায়।

ব্যবহার্য অংশ : বীজ।

ঔষধি ব্যবহার :

১) বীজ গরম পানির সাথে মিশিয়ে খেলে ক্ষুধামন্দা দূর হয় এবং পরিপাক সহায়ক।

২) বাচ্চাদের পেটের ব্যথানাশক ঔষধ “গ্রাইফওয়াটার (Gripe water)” তৈরীতে বীজ ব্যবহৃত হয়।

৩) জ্বর, গ্যাস্ট্রিক আলসার, কিডনী ও মূত্রনালীর ব্যথানাশক।

৪) ইউনানী চিকিৎসকের নওনেহাল, শরবত তিফলিন, শরবত নিসা ও শরবত পাচলোনা প্যাটেন্ট ওষুধ হিসেবে পেট ফাঁপা, পেট ব্যথা, জরায়ু প্রদাহ, ঋতুবদ্ধতা ও রক্ত স্বল্পতায় ব্যবহার্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *