ক্যানডিডিয়াসিস
ক্যানডিডিয়াসিস
ছত্রাক জর্ণিত মুখে ঘা। এ ক্ষেত্রে মুখে, জিহবায় ও গলায় সাদা সাদা ছােপ ছােপ দাগ হতে পারে। আক্রান্ত স্থানে বেদনা ও জ্বালাপোড়া হতে পারে।
চিকিৎসা
সাধারণ ব্যবস্থাপনা
১। নরম অর্ধকঠিন বা তরল খাবার খাওয়া।
২। ঝাল ও মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা।
৩। খুব গরম খাবার না খাওয়া।
৪। প্রতিবার খাবার পর কুসুম গরম পানিতে ভালকরে কুলকুচি করা।
ঔষধ
১) এন্টিফাঙ্গাল
জেনেরিক : নিস্টাটিন (nystatin) ;
ব্রান্ড-নাইস্ট্যাট (Nystat) ,
প্রস্তুতকারক-একমি ডোজ।
প্রাপ্ত বয়স্ক ও ৮ বছরের ঊর্ধ্বে শিশু: ৪-৬ মিলি দিনে ৩-৪ বার।
শিশু-নবজাতক থেকে ৭ বছর: ২-৪ মিলি দিনে ৩-৪ বার।
আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”candidiasis-alo”]
[videogallery id=”candidiasis-harbal”]