গাছপালা

দেবকাঞ্চন বা রক্তকাঞ্চন গাছ

প্রচলিত নাম : রক্তকাঞ্চন

ইংরেজী নাম : Camels foot tree

বৈজ্ঞানিক নাম : Bauhinia purpurea Linn.

পরিবার : Leguminosae S.E. Caesalpinoideae

পরিচিতি : মাঝারী আকারের পত্রঝরা গাছ। পাতা দুইখণ্ডে বিভক্ত, পাতা চামড়ার মতো খসখসে ৮-১৫ সে.মি. লম্বা হয় এবং পত্রবৃন্ত ৩-৫ সে.মি. লম্বা হয়। বোঁটার রং গোড়া কালো। ফুল শাখাশীর্ষে গুচ্ছভাবে থাকে, বিভিন্ন বর্ণের হয় ও পেনিকুলেট রেসিম। ফল বড়, ১৩-৩০ সে.মি. পর্যন্ত লম্বা হয়।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।

প্রতি কেজিতে বীজ : কেজিতে ৪০০০-৫০০০টি।

ফুলফোটার সময় : অক্টোবর।

বীজ সংগ্রহ : এপ্রিল-মে ।

সাধারণ ব্যবহার : কাঠ ধূসর বাদামী বর্ণের, মোটামুটি শক্ত ও টেকসই। ওজন ৫৭৭ কেজি/ঘনমিটার। ঘূণে ও উইপোকায় সহসা আক্রান্ত হয়। কৃষি উপকরণ ও হালকা নির্মাণ কাজে কাঠ ব্যবহৃত হয়। শোভাবর্ধনকারী ফুলের গাছ হিসেবে উদ্যানে লাগানো হয়। বাকল রং ও ট্যানিনের কাজে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *