দুরালভা গাছ
প্রচলিত নাম : ধন্বঘাস, দুরালম্ভা, অমূলী, কচ্ছুরা, দুঃস্পশা, ধন্থী, প্রবোধনী, দুর্লভ ও বিরূপা
ইংরেজী নাম : Camel thorm, Persian manna plant
বৈজ্ঞানিক নাম : Alhagi maurorum (Bieb.) Desv.
পরিবার : Papilinaceae
পরিচিতি : এটি কাঁটাযুক্ত বর্ষজীবী গুল্ম ৩০-৬০ সে. মি. উঁচু হয়। কাঁটাগুলো ২ সে. মি.-এর মতো লম্বা। কাটার গোড়া থেকেই ফুল বের হয়। ফুল লাল রঙের ২ সে. মি. লম্বা। শীতকালে ফল হয়। ফলগুলো ২ সে. মি. লম্বা। ফুল হলেই গাছগুলো বীর্যবান হয় এবং ব্যবহার উপযোগী হয়।
বিস্তার : আদি নিবাস সাহারা ও ভূমধ্যসাগরীয় অঞ্চল। বাংলাদেশের উত্তরবঙ্গের বালুময় ভূমিতে ও পদ্মারচরে জন্মে থাকে।
ব্যবহার্য অংশ : সমগ্র গাছ।
ঔষধি ব্যবহার :
১) ক্বাথ অর্শ্ব, হিক্কা রোগ ও তৃষ্ণানিবারণ করে।
২) গ্রহনী, রক্তপিত্ত, জ্বর ও দুর্বলতায় কৃাথ উপকারী।
৩) দুরালভা, হরিতকী, গোক্ষুর, সোন্দাল মজ্জা ও পাষাণভেদী মূল সমপরিমাণ নিয়ে কাথ খেলে কোষ্ঠ ও মূত্রবদ্ধতা সেরে যায়।
৪) সান্নিপাতিক জ্বরে দুরলভা ক্বাথ উপকারী।