নিরাপদ চিকিৎসা, রেকটাম ও কোলনের রোগ

পায়খানার পর রক্ত যাওয়া ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

পায়খানার সাথে রক্তক্ষরণ

ব্যাসিলারী আমাশয়ে পায়খানার সাথে মিশ্র অবস্থায় রক্তক্ষরন হয়। তবে পায়খানার পর টকটকে লাল রক্ত পড়া মলদ্বার ও মলাশয়ের সমস্যাকে নির্দেশ করে। পাইলস/অ/গেজ, এনাল ফিস্টুলা, টিউমার, ক্যান্সার ইত্যাদি কারনে মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে মলদ্বারে বেদনা হতে পারে।

 

সঠিক কারণ নির্ণয় করে এর চিকিৎসা প্রদান করতে হবে। তাই এ ধরনের সমস্যা। দেখা দিলে অবহেলা না করে দ্রুত একজন কোলরেকটাল সার্জন/ সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *