মলদ্বারে ব্যথা হয় কেন ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
মলদ্বারে বেদনা
বিভিন্ন কারনে মলদ্বারে বেদনা অনুভূত হতে পারে; যেমন-মলদ্বারের আশে পাশে ফোড়া, মলদ্বারে আশে পাশে ভাইরাস দ্বারা সৃষ্ট চর্মরোগ, পাইলস/অ/গেজ, এনাল ফিলা, টিউমার, ক্যান্সার ইত্যাদি।
তাই এ ধরনের সমস্যা দেখা দিলে অবহেলা না করে রোগীকে দ্রুত একজন কোলরেকটাল সার্জন/ সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।
প্রাথমিক চিকিৎসা
ক) বেদনানাশক ঔষধ বেদনার সাময়িক উপশম ঘটাতে পারে।
| জেনেরিক: ন্যাপ্রোক্সেন+ ইসামেপ্রাজল; (Naproxen +
Esomeprazol)
ব্রান্ড-ডিনোভা-৫০০/২০ (Dinovo-500/20), প্রস্তুতকারক-বেক্সিমকো । ডোজ: প্রাপ্ত বয়স্ক (১২+): ১ ট্যাবলেট সকালে ও রাতে খাবার ২০
| মিনিট পূর্বে।