গুগগুল বা কংকন ধুপ গাছ
প্রচলিত নাম : গুগগুল, কংকন ধুপ
ইংরেজী নাম : Indian Bdellium tree
বৈজ্ঞানিক নাম : Commiphora হবmukul Engl.
পরিবার : Burseraceae
পরিচিতি : গুগগুল মধ্যম আকৃতির লম্বা বৃক্ষ। গাছের রসে আঠা আছে। ত্বক পাতলা, পত্র বিপরীত দিকে অবস্থিত, কিনারা করাতের ন্যায় দাগযুক্ত। ফুল উভয়লিঙ্গ বিশিষ্ট, ছোট ও শ্বেত বর্ণ, ফল চ্যাপ্টা, এতে একটি বীজ থাকে।
বিস্তৃতি : পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শুষ্ক অঞ্চলে এ উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মে।
ফুল ফোটার সময় : মার্চ-এপ্রিল।
ফল ধরার সময় : নভেম্বর-ডিসেম্বর।
ব্যবহার্য অংশ : আঠা (গাছের রজন)
ঔষধি ব্যবহার :
১) গুগগুল সহজে পরিপাক হয়, রক্তের কোলেস্টরল নিয়ন্ত্রণ করে, স্নায়ুরোগ ও চর্বি বৃদ্ধি কমাতে টনিকের কাজ করে।
২) ইহার আঠার সহিত নরিকেল তেল মিশিয়ে পারদের সাথে প্রয়োগ করা হয়।
৩) ইহা সর্দি নিবারক, মূত্রকার ও উদরাময় নিবারক, রক্ত আমাশয় ও অম্লরোগে হিতকর।
৪) ইহার তেল ১০-২০ ফোটা গণোরিয়া রোগে হিতকর।
৫) ইহার মলম পুরাতন ক্ষত ও বাগী উপশম করে।
৬) ইহার আঠা ঘৃত সংযোগে উপদংশ রোগে হিতকর।
সাধারণ ব্যবহার :
গুগগুলের গন্ধ ধুনোর মতো। গুগগুল ভেষজরূপে আগরবাতি তৈরির কাজে ব্যবহৃত হয়। হিন্দুদের পূজা অর্চনার সময় ধুনোর সাথে গুগগুল মিশিয়ে পোড়ানো হয়। গুগগুল সুগন্ধযুক্ত বলে আতর শিল্পে ও আগরবাতি শিল্পে ব্যবহৃত হয়।