গাছপালা

বরুনা গাছ

বরুনা

প্রচলিত নাম : বরুনা

ইংরেজী নাম : Baruna

বৈজ্ঞানিক নাম : Crataeva nurvala Buch-Ham

পরিবার : Capparidaceae

পরিচিতি : মাঝারী আকারের পত্রঝরা বৃক্ষ। শাখায় সাদা দাগ আছে। বাকল মসৃণ, গাঢ় ছাই ও ধূসর বর্ণের। পাতা একপক্ষল যৌগিক, পাতায় ৩টি ভঁজ আছে এবং শাখা শীর্ষে গুচ্ছভাবে পাতা বিদ্যমান থাকে। পত্রক উজ্জ্বল, ১২-২০x ৪-৭ সে. মি., আকারের বল্লমাকৃতির, একোমিনেট ও মসৃণ। ফুল লম্বা ক্রীম বর্ণের। ফল বেরি, গ্লোবুজ, ৪-৫ সে. মি. ব্যাস ও অসংখ্য বীজ থাকে।

বীজ সগ্রহ : জুন-জুলাই।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্রই নীচু জায়গায় এগাছ দেখা যায়। তবে সিলেটের হাওড় বাওড় এলাকায় প্রচুর জন্মে।

সাধারণ ব্যবহার : কাঠ মোটামুটি শক্ত, দৃঢ় ও টেকসই। কাঠ ড্রাম, খেলনা, মডেল, বাক্স, চিরুনি, ব্লাকবোর্ড, তক্তা, টার্নেরি ও জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *