এসিটোনেমিয়া বা কিটোনেমিয়ার চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
এসিটোনেমিয়া বা কিটোনেমিয়ার চিকিৎসা
এসিটোনেমিয়া বা কিটোনেমিয়া কি? | What is Acetonemia or Ketonemia?
রক্তে অস্বাভাবিক পরিমাণে কিটন বডির উপস্থিতিকে এসেটোনেমিয়া (Acetonemia) বা কিটোনেমিয়া (Ketonemia) বলে।
কিটন পরীক্ষার ফলাফলঃ
normal/negative
less than 0.6 millimoles per liter (mmol/L)
low to moderate
0.6 to 1.5 mmol/L
high
1.6 to 3.0 mmol/L
very high
greater than 3.0 mmol/L
1 Millimoles Per Liter (mmol/L) =18 Grams Per Liter (g/L)
এসিটোনেমিয়া (Acetonemia) বা কিটোনেমিয়া (ketonemia) লক্ষণসমূহ:
১। প্রাথমিকভাবে নিম্নোক্ত লক্ষণ দেখা দিতে পারে
২। মুখ শুষ্ক থাকা।
৩। অত্যন্ত পিপাসা লাগা।
৪। ব্লাড সুগার লেভেল 240 (mg/dL) থেকে বৃদ্ধি পায়।
৫। বারবার প্রস্রাব হওয়া।
কিটন লেভেল হাই (High) হলে নিম্নোক্ত লক্ষণ দেখা দিতে পারে
১। মনের কনফিউশন।
২। অত্যন্ত ক্লান্তি।
৩। আরক্তিম চর্ম।
৪। দুর্গন্ধযুক্ত শ্বাসপ্রশ্বাস।
৫। বমি ও বমি ভাব।
৬। পাকস্থলীতে ব্যথা।
৭। শ্বাসপ্রশ্বাসে সমস্যা।
কিটন লেভেল ভেরি হাই (Very high) হলে নিম্নোক্ত লক্ষণ দেখা দিতে পারে
১। ব্রেইন ফুলে যাওয়া।
২। জ্ঞান হারিয়ে ফেলা।
৩। কোমাতে চলে যাওয়া।
৪। মৃত্যু।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে এসিটোনেমিয়া বা কিটোনেমিয়ার চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক
ACETONEMIA, IN CHILD: (1)
অর্থ
শিশুর এসিটোনেমিয়া রোগ
ঔষধ
1 Phenob,