এবজরপশন বা শোষন
এবজরপশন বা শোষন
এবজরপশন (absorption) বা শোষন প্রক্রিয়ার মাধ্যমে পরিপাকের ফলে সৃষ্ট বস্তু সমুহ অন্ত্রের আবরনী কলা ভেদ করে রক্তে প্রবেশ করে।
শশাষনের সাধারন প্রক্রিয়া
অন্ত্রের মাঝে অবস্থান রত পরিপাকের ফলে সৃষ্ঠ বস্তু ২ মিউকোসাল কোষে (এন্টেরোসাইট) প্রবেশ > আন্তকোষীয় তরলে প্রবেশ অন্ত্রের ক্যাপিলারীতে প্রবেশ অন্ত্রের শিরায় প্রবেশ ২ পোর্টাল শিরায় প্রবেশ।