মাসিকের সময় তলপেটে বেদনা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
মাসিকের সময় তলপেটে বেদনা
বহুল প্রাপ্ত সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে কিশোরী বয়সে এই সমস্যা প্রকট থাকে। অনেক ক্ষেত্রেই এটি অস্বাভাবিক নয়। তবুও পেট ব্যথার সাথে অতিরিক্ত রক্ত ক্ষরণ কিংবা অনিয়মিত মাসিক থাকলে এমবিবিএস মানের চিকিৎসকের পরামর্শ নেয়াই উত্তম। সাধারণত বিয়ের পর কিংবা সন্তান নেয়ার পর এ সমস্যা চলে যায়।
এরপরও যদি না যায় কিংবা হঠাৎ করে ফিরে আসে তবে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে সন্তান হওয়ার পরও এ সমস্যা মারাত্নক কিছু রোগাবস্থার লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।
প্রাথমিক চিকিৎসা
সাধারণ ব্যবস্থাপনা
খুব বেশি বেদনা হলে পূর্ন বিশ্রাম
তলপেটে হালকা গরম সেক দেয়া
পরিমিত পানি পান করা।