প্রোস্টেট বড় হওয়ার লক্ষণ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
বি.এইচ.পি বা প্রোস্টেট বড় হয়ে যাওয়া
বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা প্রায়ই দেখা যায়। মেডিকেলের ভাষায় একে বি.এইচ.পি বা বিনাইন হাইপারট্রফি অব প্রোপ্রোস্টেট (benign hypertrophy of prostate) বলা হয় । প্রোপ্রোস্টেট বড় হয়ে যাওয়ার সুনির্দিষ্ট কোন কারন নেই। তবে বংশগত প্রভাব থাকতে পারে। সাধারণত ৪০ বছর বয়সের পর এ ধরনের। সমস্যা হয়ে থাকে। প্রোপ্রোস্টেট বড় হয়ে গেলে প্রস্রাবে সমস্যা (যেমন- প্রস্রাব ধীর গতিতে বের হওয়া, প্রস্রাবের জন্য চাপ দিলে প্রবাহ হ্রাস পাওয়া, সন্তোষজনক না হওয়া, প্রস্রাবের পর ফোটায় ফোটায় পড়া ইত্যাদি) তলপেটে বেদনা, ইত্যাদি হতে পারে। বি.এইচ.পি প্রোপ্রোস্টেট ক্যান্সারের কারণ হতে পারে।
উপরোক্ত সমস্যা দেখা দিলে রোগীকে দ্রুত একজন ইউরোলজিস্ট কিংবা সার্জারী বিশেষজ্ঞ কিংবা এমবিবিএস চিকিৎসকের নিকট পেরণ করতে হবে।