মলদ্বার দিয়ে পুঁজ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
মলদ্বার বা মলদ্বারের নিকট দিয়ে পুঁজ বা কোন কিছু নিঃসরণ
পেরিএনাল এবসেস (ফোড়া) কিংবা এনাল ফিস্টুলা (বাংলায় নালীঘা বা ভগন্দর বলা হয়) হলে এমনটি হতে পারে। এ সমস্যার সাথে বেদনা বা মলদ্বারের রক্তক্ষরণ থাকতে পারে।।
প্রাথমিক চিকিৎসা
ক) টপিক্যাল এন্টিসেপটিক:
জেনেরিক: পভিডন আয়োডিন (povison iodin)
ব্রান্ড- ভায়োডিন সলুশন (viodin solution) ; প্রস্তুতকারক: স্কয়ার। ডোজ: তুলায় লোশন লাগিয়ে আক্রান্ত স্থানে কিছুক্ষণ চেপে ধরতে হবে। দিনে ৩ বার।
পরবর্তীতে রোগীকে একজন সার্জারী বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।।