গাছপালা

বরাক বাঁশ বা শীলবরুয়া

প্রচলিত নাম : বরাক বাঁশ।

ইংরেজী নাম : Barak Bans

বৈজ্ঞানিক নাম : Bambusa balcooa Roxb.

পরিবার : Graminae

পরিচিতি : খুবই শক্ত ও মজবুত বাঁশ। বড় আকারের বৃক্ষসাদৃশ, কাল্ম (calm) ১২-২০ মিটার উঁচু ও ৫-১০ সে. মি. ব্যাসের হয়। বাকল হালকা ধূসর সবুজ বর্ণের। গোড়া থেকে মাথা পর্যন্ত সকল পর্ব থেকে শক্ত শাখা বের হয়। কাণ্ড খোলা ১৭-৩৫ সে. মি. লম্বা ও প্রশস্থ ১৪-৮০ সে. মি. পাতার গোড়া গোলাকার।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র লাগানো হয় ।

সাধারণ ব্যবহার : ঘরের খুঁটি, গৃহনির্মাণ, বীম, বেড়া, ঝুড়ি, কৃষি উপকরণ ও বিবিধ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *