পরাশ গাছ
প্রচলিত নাম : পরাশ
ইংরেজী নাম : Indian Tulip Tree, Portia Tree,
বৈজ্ঞানিক নাম : Thespesia populnea Sol.
পরিবার : Malvaceae
পরিচিতি : ছোট আকারের চিরসবুজ গাছ, বাকল অমসৃণ ও গাঁটযুক্ত। পাতা সরল, কার্ডেট, ছিদ্রযুক্ত ও ৭-১৮ সে. মি. পর্যন্ত লম্বা হয় । ফুল বিক্ষিপ্ত, জোড়ায় জোড়ায় থাকে। বৃতি ৫টি, পাঁপড়ি হলুদ বর্ণের। ফল ক্যাপসুল, গ্লোবুজ ও ৮ সে. মি. লম্বা হয়।
বিস্তৃতি : উপকূলীয় অঞ্চলে জন্মে।
বীজ সংগ্রহ : এপ্রিল।
বীজের ওজন : কেজিতে ৪,২০০টি।
সাধারণ ব্যবহার : কাঠ শক্ত, দৃঢ় ও টেকসই। গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরী, গরুর গাড়ী, ওয়াগন, ভ্যান, জোয়াল, খোদাই কাজ, টার্নেরি ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। এছাড়া, চাকার স্পোক, বন্দুকের স্টক, নৌকার বাঁকা-গোছাতে এ কাঠ ব্যবহৃত হয়। গাছ থেকে আহরিত কমলা রং-এর রস উলের কাপড় রঙানোর কাজে ব্যবহৃত হয়। বাকলের আঁশ থেকে রশি ও ব্যাগ তৈরী হয়।