ধানসি বা নালাই গাছ
প্রচলিত নাম : ধানসি, নালাই
ইংরেজী নাম : Dhanshi
বৈজ্ঞানিক নাম : Myriostachya wightiana (Nees.) Hook.
পরিবার : Graminae
পরিচিতি : ধানসি ঘাস জাতীয় উদ্ভিদ যা নদী তীরের বা মোহনায় জেগে উঠা নুতন চরে জন্মে। ধানসি তার শেকড় দ্বারা চরের মাটি ধরে রাখে। ফলে জেগে উঠা চর ঢেউ বা স্রোতে নদী অথবা সমুদ্রগর্ভে সহজে বিলীন হতে পারে না। সে কারণে ধানসি জন্মানো চরে উপকূলীয় বনায়ন করা হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।
সাধারণ ব্যবহার : ধানসি’র বীজ ধানের মতই দেখতে এবং সাধারণতঃ দুর্ভিক্ষের সময় চর এলাকার গরীব লোকেরা ধানসি’র চাল খাবার হিসেবে ব্যবহার করে থাকে। ধানসি গাছ গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।