প্রচলিত নাম : ধারামারা
ইংরেজী নাম : Dharmara
বৈজ্ঞানিক নাম : Steriospermum chelonioides DC.
পরিবার : Bignoniaceae
পরিচিতি : বৃদহাকার চিরসবুজ গাছ। উচ্চতায় ২০-২৫ মিটার পর্যন্ত লম্বা হয়। বাকল হলুদাভ ধূসর। পাতা সরল, যৌগিক, পক্ষল, ৩০৪৫ সে. মি. লম্বা হয়। পত্ৰক ৭-১১টি ও ৫-১৮ X ৫-৮ সে. মি. লম্বা ও প্যাচানো প্রকৃতির হয় যা গাছটির বিশেষ একটি বৈশিষ্ট্য।
বিস্তৃতি : বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চল।
সাধারণ ব্যবহার : কাঠ তেমন টেকসই নহে, ভারী, দৃঢ় ও পালিশযোগ্য নহে। তবু কাঠের স্বল্পতার জন্য বাস, ট্রাক, স্কুটার ও রিক্সার বডি নির্মাণে ও কেবিনেট তৈরীর কাজে এ কাঠ ব্যবহৃত হয়।