গাছপালা

ধাওয়া বা ধাইফুল বা ধারীগাম গাছ

ধাওয়া

প্রচলিত নাম : ধাইফুল, ধারীগাম

ইংরেজী নাম : Dhaiphul

বৈজ্ঞানিক নাম : Anogeissus latifolia D.C Wall.

পরিবার : Combrataceae

পরিচিতি : বড় আকারের বৃক্ষ উচ্চতায় ২০-২৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। কাণ্ড সরু লম্বা হয়। বাকল ধূসর বর্ণের। পত্র একান্তর, বোটাযুক্ত, পত্রফলক বিস্তৃত ৪-১৫ সে. মি. লম্বা হয়। ফুল ছোট, ঘন ও গ্লোবুজ প্রকৃতির। বৃতি ৫ ভাগে বিভক্ত, কোন পাপড়ি নেই। ফল ছোট, পাকলে হলুদ হয় এবং কাঁঠালের মতো ছোট কোষ হয়।

বিস্তৃতি : চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে বেশী জন্মে। তবে বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়।

সাধারণ ব্যবহার : কাঠ বাদামী বর্ণের, শক্ত দৃঢ়, মোটামুটি ভারী ও পালিশযোগ্য। এ কাঠ খুঁটি, ঘরের রেপটার, গাড়ী, নৌকা, যন্ত্রের হাতল, জোয়াল, চরকা, কৃষি উপকরণ, চেঁকি, আসবাবপত্র ও উত্তমমানের কাঠকয়লা তৈরীতে ব্যবহৃত হয়। পাতার ট্যানিন চামড়া কারখানায় ব্যবহৃত হয়। কাণ্ড থেকে গাম বের হয় এবং উহা ক্যালিকো প্রিন্টিং, কনফেকশনারি ও কাগজ সাইজিং-এ ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *