গাছপালা

চিরতা বা চিরত গাছ

প্রচলিত নাম : চিরতা, চিরত

ইংরেজী নাম : Chirata

বৈজ্ঞানিক নাম : Swertia chirata Buch. Ham.

পরিবার : Gentianaceae

পরিচিতি : চিরতা গুল্ম জাতীয় গাছ। ২ ফুট থেকে ৫ ফুট পর্যন্ত লম্বা হয়। পুষ্পদণ্ড বহু শাখা-প্রশাখাযুক্ত পাতায় ভরা। পাতা সবুজ ও পীত বর্ণের। বীজকোষ সিকি ইঞ্চির মতো বড় এবং ডিম্বাকৃতির হয়। আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে গাছে ফুল ফোটে এবং এরপর ফল ধরে।

বিস্তৃতি : সমতল জমিতে চিরতা মোটেও জন্মায় না। হিমালয় পর্বতের নাতিশীতোষ্ণ প্রদেশে ৪০০০ থেকে ১০০০০ ফুট উচ্চতায় চিরতা গাছ ভালভাবে জন্মায়। এছাড়া, কাশ্মীর উপত্যাকা থেকে ভুটান এবং খাসিয়া পাহাড়ের ৪০০০ থেকে ৫০০০ হাজার ফুট উঁচুতে এ গাছ। দেখা যায়। বাংলাদেশেও বিচ্ছিন্নভাবে চিরতার চাষ হয়।

সাধারণ ব্যবহার : চিরতার সমগ্র গাছ ঔষুধ হিসাবে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে এর মূল খুবই মূল্যবান। অনেক বৈদ্যের মতে, চিরতার কাথ কোন রোগীকে খেতে দেয়া ঠিক না। গাছের কাণ্ড ৮/১০ ঘন্টা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে সে পানি পরিস্কার পাতলা কাপড়ে ঘেঁকে তবেই যে-কোন রোগীকে খাওয়ানো চলে। চিরতাকে সেদ্ধ করলে তার গুণাগুণ বহু পরিমাণে নষ্ট হয়ে যায় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *