গোদা বা গোদা হরিনা গাছ
প্রচলিত নাম : গোদা হরিনা
ইংরেজী নাম : Goda
বৈজ্ঞানিক নাম : Vitex glabrata R. Br.
পরিবার : Verbenaceae
পরিচিতি : মাঝারী ধরনের পত্রহরিৎ বৃক্ষ। প্রায় ১৫-২০ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। পাতা ৫টি খণ্ডে বিভক্ত। বৃতি ১২ সে. মি. লম্বা। পত্রক ৫-১৭x ২-৭ সে. মি. লম্বাটে। পত্র ফলকের উপরের দিক উজ্জ্বল ও ৯-১৪ টি শাখা-শিরা আছে। ফুল ১-৩ সে. মি. লম্বা, সুগন্ধি ও নীলাভ সাদা। ফল লম্বা, ড্রোপ ও ১.৫x ১.৭ সে. মি. আকারের হয়।
বিস্তৃতি : পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চল।
বংশ বিস্তার : মে-জুন মাসে বীজ সংগ্রহ করে পলিব্যাগে সরাসরি রোপণ করা হয়। চারার বয়স ১ বৎসর হলে বাগানে লাগানো হয়।
সাধারণ ব্যবহার : কাঠ ধূসর, উজ্জ্বল, শক্ত, দৃঢ়, টেকসই ও খুব ভারী। গাড়ীর চাকা, টেকি, সস্তা আসবাবপত্র নির্মাণে কাঠ বেশী ব্যবহৃত হয়।