গুরা গাছ
প্রচলিত নাম : গোরা
ইংরেজী নাম : Gura
বৈজ্ঞানিক নাম : Kandilia candel Druce
পরিবার : Rhizophoraceae
পরিচিতি : গুঁড়া ম্যানগ্রোভ বনের খুব সংকীর্ণ পরিসরে জন্মে। এটি ম্যানগ্রোভ বনের প্রান্তস্থিত এলাকায় কিংবা জোয়ারের প্রভাবাধীন নদীর তীরে ‘পথিকৃৎ’ প্রজাতি হিসাবে জন্মে। প্রান্তস্থিত ম্যানগ্রোভ বনে এই প্রজাতিটি নিম্নস্তরের ক্ষুদ্র উদ্ভিদ হিসাবেও জন্মে। উচ্চতায় এটি সর্বোচ্চ ৫ মিটার পর্যন্ত হয়। এটি কদাচিৎ শ্বাসমূল তৈরী করে কিন্তু কাণ্ডের গোড়ার দিকে গরানের মতো খাজ বিশিষ্ট বাট্রেস আকৃতির কাঠামো দেখা যেতে পারে। পাতা সবুজ, সরল, প্রতিমূখ, আয়তকার থেকে উপবৃত্তাকার, শীর্ষদেশ গোলাকৃতির। সাদা ফুলগুলো পাতার অক্ষে ৩-৫টি পর্যন্ত একই সমতলে গুচ্ছাকারে বিন্যস্ত থাকে। আদর্শ রাইজোফরেসির মতো ফল দীর্ঘস্থায়ী, টুপি । সদৃশ বৃতি এবং সরু তীক্ষ্ণ বীজ পত্রাবকাণ্ড ধারন করে। ভৌগলিক দিক দিয়ে ভারতীয় উপমহাদেশের পূর্ব থেকে পশ্চিম অবধি বিস্তৃত। এটি জ্বালানী হিসেবে ব্যবহৃত হয় ।
বিস্তৃতি : ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকা।
সাধারণ ব্যবহার : এটি জ্বালানী কাঠ হিসেবে ব্যবহৃত হয়।