এনাটমি ও ফিজিওলজি

রক্ত

রক্ত

ব্লাড় (Blood) বা রক্ত হলো কোষীয় বস্তু ও আন্তঃকোষীয় উপাদান প্লাজমার সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের তরল কানেকটিভ টিস্যু যা একটি বদ্ধ সঞ্চালক নালীকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ইহা দেখতে লাল, ঘন এবং ঈষৎ ক্ষারীয়।

 

রক্তের উপাদানসমূহ

. রক্তের সেল বা কোষ সমূহ 

১. ইরাইথ্রোসাইট বা রেড ব্লাড় করপাসল বা লোহিত রক্ত কণিকা (আর বি সি)।

২. লিউকোসাইট বা শ্বেত রক্ত কণিকা (ডব্লু বি সি)।

৩. প্ল্যাটলেট বা থ্রম্বো সাইট বা অনুচক্রিকা।

. তরল আন্তকোষীয় উপাদান বা প্লাজমা (৫৫%) 

তরল অংশ বা পানি

কঠিন অংশ

০ অজৈব পদার্থ (০.৯%): সোডিয়াম পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, লৌহ, কপার ইত্যাদি

০ জৈব পদার্থ –

প্রোপ্রোটিন (৭%)- এলবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন প্রথম্বিন ইত্যাদি

প্রোপ্রোটিন নয় এমন নাইট্রোজেন গঠিত যৌগ – ইউরিয়া , ইউরিক এসিড, জেনথাইন, হাইপোজেনথাইন, ক্রিয়েটিন, এমোনিয়া, এমাইনো এসিড।

চর্বি জাতীয় পদার্থ – নিষ্ক্রিয় চর্বি, ফসফোলিপিড , কোলেষ্টেরল, কোলেস্টেরাইড

কার্বোহাইড্রেড – গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদি

অন্যান্য বস্তু – বিভিন্ন ধরনের এনজাইম, এন্টি বড়ি, হরমোন। বিভিন্ন ঔষধজ রাসায়নিক পদার্থ ইত্যাদি।

রঞ্জক পদার্থ – বিলিরুবিন , ক্যারোটিন, জোন্থোফাইলিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *