শিশু রোগ

কৃমির চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

কৃমি কি? | What are Worms?
কৃমি বা পরজীবী হলো এমন এক জীব যা জীবিত প্রাণীর মধ্যে বাস করে বেঁচে থাকে। বিভিন্ন ধরনের পরজীবী কীট রয়েছে যা মানুষের মধ্যে বাস করতে পারে। এদের মধ্যে ফ্ল্যাটওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, কাঁটা-মাথাযুক্ত কৃমি ইত্যাদি। গ্রামীণ বা উন্নয়নশীল দেশগুলোতে পরজীবী কৃমির সংক্রমণের ঝুঁকি বেশি, যেখানে স্যানিটেশন, খাদ্য ও পানীয় জল তুলনামূলক বেশি দূষিত হয়। কৃমির চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

কৃমির প্রকারভেদ | Types of Worms:

ফ্ল্যাটওয়ার্ম ও রাউন্ডওয়ার্ম:
পরজীবী সংক্রমণের ক্ষেত্রে ফ্ল্যাটওয়ার্ম ও রাউন্ডওয়ার্ম আমাদের বেশি আক্রান্ত করে। এ দুই ধরনের পরজীবী কৃমি আমাদের শরীরের বিভিন্ন স্থানে পাওয়া যায়।

টেপওয়ার্ম:
টেপওয়ার্মের ডিম বা লার্ভা দ্বারা দূষিত জল পান করার ফলে আমাদের এ রোগ হতে পারে। এটি এক ধরনের ফ্ল্যাটওয়ার্ম। কাঁচা বা কম রান্না করা মাছ, মাংস খাওয়ার ফলেও মানুষের মধ্যে এই প্রকারের কৃমি হতে পারে। টেপওয়ার্মসমূহ তাদের মাথা অন্ত্রের প্রাচীরের মধ্যে আটকে থাকে। সেখান থেকে নির্দিষ্ট ধরনের টেপওয়ার্ম ডিম তৈরি করতে পারে যা পরিপক্ব লার্ভাতে পরিণত হয় যা শরীরের অন্যান্য অংশে চলে যায়।
একটি টেপওয়ার্ম দেখতে লম্বা, সাদা ফিতার মতো। এটি ৮২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ৩০ বছর পর্যন্ত মানুষের মধ্যে বসবাস করতে পারে।

ফ্লুকস:
ফ্লুকস হলো আরেক ধরনের ফ্ল্যাটওয়ার্ম। মানুষের তুলনায় পশুদের মধ্যে ফ্লুকস দ্বারা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। দূষিত জল পান করলে এগুলো হতে পারে। অন্ত্র, রক্ত ​​ও টিস্যুতে তাদের বাসা তৈরি করে।

হুকওয়ার্ম:
হুকওয়ার্ম হলো এক ধরনের রাউন্ডওয়ার্ম যা মল এবং দূষিত মাটির মাধ্যমে ছড়ায়। এ ধরণের রাউন্ডওয়ার্ম আক্রমণ করার সবচেয়ে সাধারণ উপায় হলো হুকওয়ার্ম লার্ভা রয়েছে এমন মাটিতে খালি পায়ে হাঁটা। এ লার্ভা ত্বকে ছিদ্র করতে সক্ষম। হুকওয়ার্ম ছোট অন্ত্রে বাস করে, যেখানে তারা হুকের মতো আকৃতি ধারণ করে অন্ত্রের প্রাচীরের সাথে নিজেকে সংযুক্ত করে রাখে। এগুলো সাধারণত আধা ইঞ্চিরও কম লম্বা হয়।

পিনওয়ার্ম (থ্রেডওয়ার্ম):
পিনওয়ার্ম, যাকে থ্রেডওয়ার্মও বলা হয়। এগুলো সাধারণত ছোট ও মোটামুটি এক ধরণের নিরীহ রাউন্ডওয়ার্মই বলা যায়। সম্পূর্ণ পরিপক্ব হলে তারা কোলন এবং মলদ্বারে বাস করে। সাধারণত রাতে স্ত্রী কৃমিগুলো মলদ্বারের চারপাশে ডিম পাড়ে।
ডিম বিছানা, পোশাক এবং অন্যান্য জিনিসপত্রেও বেঁচে থাকতে পারে। মানুষ যখন ডিম স্পর্শ করে এবং তাদের মুখে হাত দেয় তখন পিনওয়ার্ম সংক্রমণ হয়। ডিমগুলো এতই ছোট যে সেগুলো নিঃশ্বাসের সাথেও সংক্রমিত হতে পারে। শিশুদের মধ্যে পিনওয়ার্ম সংক্রমণ বেশি দেখা যায়। পিনওয়ার্ম সংক্রমণ একটি সাধারণ ব্যাপার এবং এটি সহজে চিকিৎসাযোগ্য।

ট্রাচিনেলা:
ট্রাচিনেলা হলো এক ধরনের রাউন্ডওয়ার্ম, যা প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি হতে দেখা যায়। মানুষের ট্রাইকিনোসিস হওয়ার সবচেয়ে সাধারণ উপায় হলো ট্রাচিনেলা রাউন্ডওয়ার্ম দ্বারা আক্রান্ত প্রাণীর মাংস কম রান্না করে খাওয়ার ফলে।
লার্ভা অন্ত্রে পরিপক্ব হয়। পরবর্তিতে লার্ভাসমূহ অন্ত্রের বাইরের পেশী এবং অন্যান্য টিস্যুতে ভ্রমণ করতে পারে।

কৃমির লক্ষণসমূহ | Symptoms of Worms:

এটা বিশ্বাস করা কঠিন হতে পারে যে আপনার ভিতরে কতিপয় অতিথি আপনার খাবার ও পুষ্টি খেয়ে বেঁচে আছে। এ জন্য আপনার কোনো উপসর্গ নাও থাকতে পারে, অথবা সেগুলো বেশ হালকা হতে পারে। কৃমির চিকিৎসা এর পূর্বে এর লক্ষণ গুলো ভাল ভাবে বুঝতে হবে।
আপনি যে লক্ষণগুলি লক্ষ্য করতে পারেন সেগুলির মধ্যে রয়েছে:

  • বমি বমি ভাব
  • ক্ষুধার অভাব
  • ডায়রিয়া
  • পেটে ব্যথা
  • ওজন কমে যাওয়া
  • সাধারন দূর্বলতা

টেপওয়ার্ম হলে যেসব লক্ষণ দেখা যেতে পারে:

  • চামড়ার নিচে ফুঁস্কুড়ি
  • এলার্জিক প্রতিক্রিয়া
  • জ্বর
  • স্নায়বিক সমস্যা, যেমন খিঁচুনি

ফ্লুকস হলে যেসব লক্ষণ দেখা যেতে পারে:

ফ্লুকস সংক্রমণের অতিরিক্ত লক্ষণগুলি প্রকাশ পেতে সপ্তাহ বা মাস লাগতে পারে। এর মধ্যে জ্বর এবং ক্লান্তি থাকতে পারে।

পিনওয়ার্ম হলে যেসব লক্ষণ দেখা যেতে পারে:

  • পিনওয়ার্ম কখনো কখনো মলদ্বারে চুলকানির কারণ হতে পারে।
  • হুকওয়ার্ম হলে যেসব লক্ষণ দেখা যেতে পারে:
  • চুলকানি ফুঁস্কুড়ি
  • রক্তাল্পতা
  • ক্লান্তি

ট্রাচিনেলা হলে যেসব লক্ষণ দেখা যেতে পারে:

  • জ্বর
  • মুখ ফুলে যাওয়া
  • পেশীতে ব্যথা ও কোমলতা
  • মাথাব্যথা
  • আলোর প্রতি সংবেদনশীলতা
  • কনজেক্টিভাইটিস (চক্ষু প্রদাহ) ইত্যাদি।

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে কৃমির চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

[videogallery id=”worms-alo”]

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক
WORMS, CHILDREN, IN: (21)
অর্থ
শিশুদের কৃমি
ঔষধ
1 Sil, 3 Calc, 4 Cina, 2 Calc-p, 2 Sulph, 2 Lyc, 1 Nux-v, 2 Carc, 2 Dol, 3 Spig, 2 Gaert, 3 Nat-p, 1 Calad, 1 Chin, 1 Graph, 1 Sabad, 2 Ign, 2 Nux-m, 2 Ruta, 1 Cic, 1 Sant,

রুব্রিক
WORMS, CHILDREN, IN: Behavior, problems, from: (5)
অর্থ
কৃমির কারণে শিশুদের, আচরণগত সমস্যা দেখা দেয়
ঔষধ
1 Calc, 3 Cina, 1 Nux-v, 1 Carc, 1 Gaert,

রুব্রিক
WORMS, CHILDREN, IN: Dentition, with constipation: (1)
অর্থ
দন্তোদ্গমের সময় শিশুদের কৃমি ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়
ঔষধ
2 Dol,

রুব্রিক
WORMS, CHILDREN, IN: Dentition, with constipation: Difficult: (1)
অর্থ
কষ্টকর দন্তোদ্গমের সময় শিশুদের কৃমি ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়
ঔষধ
3 Sil,

রুব্রিক
WORMS, CHILDREN, IN: Headaches, from: (10)
অর্থ
কৃমির ফলে শিশুদের মাথাব্যথা
ঔষধ
2 Sil, 2 Calc, 3 Cina, 2 Sulph, 1 Nux-v, 1 Spig, 1 Chin, 1 Graph, 1 Sabad, 1 Plat,

রুব্রিক
WORMS, CHILDREN, IN: Masturbation, with: (2)
অর্থ
কৃমির ফলে শিশুরা হস্তমৈথুন করে
ঔষধ
1 Cina, 1 Calad,

রুব্রিক
WORMS, CHILDREN, IN: Nightmares, with: (2)
অর্থ
কৃমি আছে এমন শিশুরা দুঃস্বপ্ন দেখে
ঔষধ
1 Calc, 1 Cina

রুব্রিক
KICKING, CHILD: Worm, affections, in: (2)
অর্থ
কৃমিতে আক্রান্ত হওয়ার পর শিশু লাথি দেয়
ঔষধ
1 Cina, 2 Carb-v,

রুব্রিক
EMACIATION, CHILDREN: Worms, from: (2)
অর্থ
কৃমির কারণে শিশুর শীর্ণতা
ঔষধ
2 Cina, 2 Ol-j,

রুব্রিক
SCROFULOUS, CHILDREN: Large, bellies, sweat about head, worm fever slow and chronic: (1)
অর্থ
গণ্ডমালা রোগের সহিত বড় পেট, মাথায় ঘর্ম, ক্রিমি, ধীরগতির ও পুরাতন জ্বর
ঔষধ
2 Sil,

রুব্রিক
DENTITION, DIFFICULT, TEETHING: Worms, with: (3)
অর্থ
দন্তোদ্গমের সময় ক্রিমির উপদ্রপ দেখা দেয়
ঔষধ
2 Cina, 1 Merc, 1 Stann,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

[videogallery id=”worms-harbal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *