লীকের রোগের লক্ষণ ও ব্যবস্থাপনা
লীকের রোগের লক্ষণ ও ব্যবস্থাপনা
নাকের রোগ বলতে নাক ও প্যারান্যাসাল সাইনাস ও ন্যাসোফ্যারিংস এর রোগ রোগাবস্থাকে বোঝায়।
নাকের রোগের সাধারণ কারণ
জীবাণু জনিত ইনফেকশন: ভাইরাস,ব্যকটেরিয়া, ফাঙ্গাস।
এলার্জি (যেমন- ধুলাবালি, ফুলের রেণু, খাদ্য ইত্যাদির প্রতি)।
উচ্চ রক্তচাপ
রক্ত ক্ষরণ প্রবনতা
আঘাত
বাহ্যিক বস্তু প্রবেশ।
ঔষধ: জাইলোমেটাজোলিন ও অক্সিমেটাজোলিন ( যেমন- রাইনোজোল, এন্টাজোল) নাকের ড্রপ।
নাকের রোগ প্রতিরোধে করণীয়।
ধুলাবালি থেকে বেঁচে থাকা। প্রয়োজনে মাস্ক ব্যবহার করা।
এলার্জি জাতীয় খাবার এড়িয়ে চলা। চিকিৎসার মাধ্যমে এলার্জি নিয়ন্ত্রণে রাখা ।
শিশুদের খেলার সময় খেয়াল রাখা যাতে নাকে কিছু প্রবেশ না করাতে পারে।
জাইলোমেটাজোলিন ও অক্সিমেটাজোলিন ( যেমন- রাইনোজোল, এন্টাজোল) নাকের ড্রপ এড়িয়ে চলা।
নাকের সমস্যার সাধারণ লক্ষণ
সর্দি লাগা / নাক দিয়ে পানি পড়া
হাঁচি হওয়া
নাক বন্ধ থাকা
নাকের মাংস বৃদ্ধি
মাথা ব্যথা।
নাক দিয়ে রক্ত ক্ষরণ
নাক ডাকা। ইত্যাদি