দন্ত রোগের লক্ষণ ও ব্যবস্থাপনা
দন্ত রোগ বলতে দাঁত ও মাড়ির রোগকে বোঝায়।
দন্ত রোগের সাধারণ কারণ
১। জীবানু আক্রমণ: ব্যকটেরিয়া;
২। আঘাত;
৩। তামাক গ্রহণ ( যেমন- জর্দা, গুল);
৪। পান সেবন;
৫। মুখের পরিচ্ছন্নতা না মানা;
দন্ত রোগ প্রতিরোধের উপায়
১। তামাক বর্জন করা ।
২। পান-সুপারী বর্জন করা।
৩। মুখের পরিচ্ছন্নতা মেনে চলা। ( যেমন- প্রতিদিন রাতে শোবার আগে ও সকালে নাস্তার পর ভালভাবে দাঁত ব্রাশ করা। প্রতিবার খাবার পর ভাল করে কুলকুচি করা এবং একটি শক্ত সুতা দ্বারা দাঁতের ফাঁকের মাঝে পরিস্কার করা)।
৪। কোন সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়া।
দম্ভ রোগের সাধারণ লক্ষণ
১। দাঁত শিরশির করা;
২। দাঁত বেদনা;
৩। দাঁতের গোড়া দিয়ে রক্ত আসা;
৪। দাঁতের গোড়া দিয়ে পুঁজ আসা;
৫। দাঁতের বর্ণ বিবর্ণ হয়ে যাওয়া;
৬। দাঁত ক্ষয় হয়ে যাওয়া;
৭। দাঁত ভেঙ্গে যাওয়া ;
৮। দাঁত নড়া;
৯। মুখে দুর্গন্ধ থাকা;
১০। চোয়াল নাড়াচাড়ায় সমস্যা (হা করতে না পারা কিংবা হা করা মুখ বন্ধ করতে না পারা)।
আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট