চোখের ভেতর দাগ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
চোখের ভেতর কোন দাগ থাকা
চোখের ভেতর কোন দাগ থাকা বলতে চোখের সাদা অংশে কোন ধরনের দাগ কিংবা চোখের কালো অংশে কোন দাগ । চোখের বিভিন্ন সমস্যার কারনে দাগ দেখা যায়। তাই অবহেলা না করে রোগীকে দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে ।