শিশু রোগ

রিকেটস রোগের চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

রিকেটস রোগের চিকিৎসা

রিকেটস কী? | What is Rickets?
রিকেটস হলো শিশুদের হাড় নরম ও দুর্বল হয়ে যাওয়া, সাধারণত দীর্ঘসময় ধরে ভিটামিন ডি এর অভাবের কারণে এ রোগ হয়। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সমস্যাও রিকেটসের কারণ হতে পারে। ভিটামিন ডি খাদ্য থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করতে শিশুর শরীরকে সাহায্য করে। পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হাড়ের সঠিক ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা বজায় রাখা কঠিন হয়, যা রিকেটস রোগের কারণ হতে পারে। রিকেটস রোগের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

রিকেটসের কারণসমূহ | Causes of Rickets:

খাবার থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করার জন্য শিশুর শরীরে ভিটামিন ডি প্রয়োজন। যদি শিশুর শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না পাওয়া যায় অথবা তার শরীর ভিটামিন ডি সঠিকভাবে ব্যবহার করতে না পারে, তাহেলে রিকেটস রোগ হতে পারে। মাঝে মাঝে পর্যাপ্ত ক্যালসিয়াম না পাওয়ার কারণে রিকেটস রোগ হতে পারে।

ভিটামিন ডি কোথায় পাব? | Where can I get Vitamin D?
রোদ: রোদের সংস্পর্শে এলে আমাদের ত্বক ভিটামিন ডি তৈরি করে। কিন্তু শহরের শিশুরা বাইরে কম সময় কাটায়। ত্বক কালো হয়ে যাবে এ ভয়ে অনেকে সানস্ক্রিন ব্যবহার করে, যা সূর্যের রশ্মিকে ব্লক করে দেয়, যারফলে সঠিকভাবে ভিটামিন ডি উৎপন্ন হতে পারে না।
খাদ্য: মাছের তেল, ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ, দুধ, শস্যদানা ও কিছু কিছু ফলে ভিটামিন ডি পাওয়া যায়।

রিকেটসের লক্ষণসমূহ | Symptoms of Rickets

  • শারীরিক বিকাশে বাধা;
  • শারীরিক নড়াচড়ার দক্ষতায় বিলম্ব;
  • মেরুদণ্ড, পেলভিস ও পায়ে ব্যথা;
  • পেশীর দুর্বলতা;
  • রিকেটস রোগের ফলে শিশুর হাড়ের (গ্রোথ প্লেট) প্রান্তের ক্রমবর্ধমান টিস্যুসমূহ নরম করে দেয়, এর ফলে হাড়ের বিকৃতি হতে পারে।

যেমন:

  • পায়ের নিম্নাংশ ও হাঁটু বেঁকে যাওয়া
  • কব্জি ও গোড়ালি মোটা হওয়া
  • বুকের হাড়ের অস্বাভাবিকতা।

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে রিকেটস রোগের চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

[videogallery id=”rickets-alo”]

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক
RICKETS, RACHITIS: (50)
অর্থ
রিকেট রোগ, (ভিটামিন ডি এর অভাবে শিশু অস্তির অপুষ্টি জনিত রোগ বিশেষ)
ঔষধ
3 Calc, 3 Phos, 2 Lyc, 2 Sulph, 4 Calc-p, 3 Sil, 2 Puls, 1 Bar-c, 3 Merc, 1 Ars, 2 Bell, 2 Sep, 2 Staph, 2 Psor, 2 Rhus-t, 2 Hep, 2 Ph-ac, 1 Caust, 2 Ferr, 1 Bufo, 1 Thuj, 2 Lac-c, 1 Iod, 1 Op, 1 Con, 2 Ip, 1 Tarent, 3 Asaf, 2 Ferr-p, 2 Nit-ac, 2 Guai, 1 Plb, 1 Mez, 2 Kali-i, 2 Ol-j, 1 Rhod, 1 Petr, 1 Am-c, 1 Nux-m, 1 Ruta, 1 Ther, 2 Ferr-i, 1 Arg-m, 1 Cic, 1 Ferr-m, 1 Hecla, 1 Hed, 1 Iris, 1 Sac-alb, 1 Sanic,

রুব্রিক
RICKETS, RACHITIS: Abdomen, puffed, tense: (1)
অর্থ
শিশুর রিকেট রোগের সহিত উদর বড় ও টানটান
ঔষধ
3 Bell,

রুব্রিক
RICKETS, RACHITIS: Atrophy: (1)
অর্থ
রিকেট রোগের সহিত ক্রমিক ক্ষয়প্রাপ্তি বা মাংসপেশি ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া (রোগ পরিচিতি পর্বের ৫ নং রোগ দেখুন)
ঔষধ
2 Kali-p,

রুব্রিক
RICKETS, RACHITIS: Curvature: (4)
অর্থ
রিকেট রোগের সহিত অস্থির বক্রতা
ঔষধ
1 Calc, 1 Calc-p, 2 Puls, 2 Asaf,

রুব্রিক
RICKETS, RACHITIS: Curvature: Spine and long bones, especially: (1)
অর্থ
রিকেট রোগের সহিত মেরুদণ্ড ও দীর্ঘ হাড়ের বক্রতা
ঔষধ
3 Calc,

রুব্রিক
RICKETS, RACHITIS: Curve, tendency to: (1)
অর্থ
রিকেট রোগের সহিত বেঁকে যাওয়ার প্রবণতা
ঔষধ
2 Calc-p,

রুব্রিক
RICKETS, RACHITIS: Growing, imperfectly: (1)
অর্থ
রিকেট রোগের সহিত অস্বাভাবিক বর্ধণশীলতা
ঔষধ
2 Calc,

রুব্রিক
RICKETS, RACHITIS: Head, abscess of: (1)
অর্থ
রিকেট রোগের সহিত মাথায় ফোড়া
ঔষধ
2 Merc,

রুব্রিক
RICKETS, RACHITIS: Limbs, deformed, crooked: (2)
অর্থ
রিকেট রোগের সহিত অঙ্গপ্রত্যঙ্গ বিকৃত আকার ধারণ করে
ঔষধ
3 Calc, 1 Graph,

রুব্রিক
RICKETS, RACHITIS: Pelvis, affecting female: (1)
অর্থ
মহিলাদের পেলভিস রিকেট রোগে আক্রান্ত
ঔষধ
2 Ol-j,

রুব্রিক
RICKETS, RACHITIS: Protracted, ill treated, hectic, profuse, fetid suppuration: (1)
অর্থ
দীর্ঘদিন ধরে রিকেট রোগের চিকিৎসা হচ্ছে, তার সহিত ক্ষয়জ্বরগ্রস্ত ও প্রচুর পূতিগন্ধময় পুঁজ নির্গত হয়
ঔষধ
1 Petr,

রুব্রিক
RICKETS, RACHITIS: Scrofulous, persons, in, malformation: (2)
অর্থ
রিকেট রোগের সহিত গণ্ডমালা ধাতু ও ত্রুটিপূর্ণ শারীরিক গঠন
ঔষধ
2 Calc, 1 Iod,

রুব্রিক
RICKETS, RACHITIS: Soften, or bend, disposed to: (1)
অর্থ
রিকেট রোগের ফলে অস্থি নরম ও বাঁকা হয়ে উঠে
ঔষধ
2 Ferr,

রুব্রিক
RICKETS, RACHITIS: Softening: (4)
অর্থ
রিকেট রোগের ফলে অস্থির কোমলতা প্রাপ্তি
ঔষধ
2 Calc, 3 Lyc, 2 Sulph, 2 Guai,

রুব্রিক
RICKETS, RACHITIS: Vertigo, with: (1)
অর্থ
রিকেট রোগের সহিত মাথা ঘুরে
ঔষধ
2 Sil,

রিকেটস রোগের চিকিৎসা ছাড়াও যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

[videogallery id=”rickets-harbal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *