পানিয়াজাম গাছ
প্রচলিত নাম : পানিয়া জাম
ইংরেজী নাম : Pania Jam
বৈজ্ঞানিক নাম : Eugenia formosa Wall.
পরিবার : Myrtaceae
পরিচিতি : বড় আকারের শাখা ছাড়ানো চিরসবুজ বৃক্ষ। কাণ্ডের গোড়ায় আধমূল আছে। বাকল হালকা ধূসর ও মসৃণ। পাতা সরল, বিপরীত, ১৫-৪৫x ৪-১৫ সে. মি. লম্বাটে বর্শাকৃতির এবং পত্রের গোড়া গোলাকার। ফুল ৪ সে. মি. লম্বা, সাদা কুরাইননুজ সাইম ও প্রান্তীয়। ফল বেরি, ৩-৫ সে. মি. লম্বা, গ্লোবুজ, সাদা বা বেগুনী হয় ।
বিস্তৃতি : পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম বনাঞ্চলে ছড়া বা খালের ধারে জন্মে।
বংশ বিস্তার : বীজ ও পলিব্যাগ চারার মাধ্যমে।
সাধারণ ব্যবহার : কাঠ ধূসর বাদামী থেকে লাল-বাদামী বর্ণের হয়। কাঠ শক্ত, ভারী ও নোটামুটি টেকসই। কাঠ জাম গাছের মতো নির্মাণ কাজে ব্যবহার হয়। ফল পাকলে পশু-পাখিতে খায়।