লাজ-ইন্টেসটাইন বা বৃহদান্ত্র
লাজ-ইন্টেসটাইন বা বৃহদান্ত্র
লার্জ-ইন্টেসটাইন (large intestine) বৃহদান্ত্র হলো পরিপাক নালীর এমন একটি অংশ যা ইলিওসিকাল জাংকশন (ইলিয়াম ও সিকামের মধ্যবর্তী সংযোগ) থেকে এনাস (মলদ্বার) পর্যন্ত বিস্তৃত। লার্জ ইন্টেসটাইনের বৃহৎ অংশ স্থায়ী। লার্জ ইন্টেসটাইনকে লার্জ গাট নামেও অভিহিত করা হয়।
অবস্থান : লার্জ ইন্টেসটাইন এবডোমেনের নয়টি রিজিওনেই অবস্থান করে ।
লার্জ ইন্টেসটাইনের বৈশিষ্ট্য
সম্পূর্ণ দৈর্ঘ্য: ১.৫ মিটার।
দুটি প্রান্ত: ইলিওসিকাল ও এনাল।
অংশ এবং দৈর্ঘ্য
১. সিকাম- ও এপেন্ডিক্স- ৬ সেমি
২. কোলন।
০ এসেন্ডিং কোলন-১২.৫ সেমি।
০ ট্রান্সভার্স কোলন-৫০ সেমি।
০ ডিসেন্ডিং কোলন-২৫ সেমি
৩. রেকটাম-১২ সেমি।
৪. এনাল ক্যানাল ও এনাস-৩.৮ সেমি
দুটি ফ্লেক্সার (কোণা): (ক) রাইট কলিক ফ্লেক্সার বা হেপাটিক ফ্লেক্সার (খ) লেট কলিক ফ্লেক্সার বা স্পিনিক ফ্লেক্সার।
বিশেষ গঠণ:
০ টিনিয়া কলাই:লঙ্গিটুডিনাল মাস্ল দ্বারা সৃষ্ট ফিতার ন্যায় বন্ধণ।
০ এপেন্ডিক্স এপিপলোইকা: চর্বি দ্বারা পুর্ণ পেরিটোনিয়ামের ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ যা কোলন বরাবর রেকটামের উপর অংশ পর্যন্ত বিস্তৃত।
০ হাসট্রা: কোলনের হাসট্রা (এক বচনেহাট্রাম) হলো ক্ষুদ্র ক্ষুদ্র ফাকা স্থান যা সাকুলেশনের ফলে সৃষ্ট এবং ফলে কোলন খন্ড খন্ড হিসেবে দৃশ্যমান হয়।
লার্জ ইন্টেসটাইনের কাজ
লার্জ ইন্টেসটাইনের প্রধান প্রধান কাজের অন্তর্ভূক্ত রয়েছে
পানি শোষণ করা।
ফিকাল মেটেরিয়াল (মনুষ্য বিষ্ঠা) তৈরি করা।
মিউকাস দ্বারা ফিকাল মেটেরিয়াল পিচ্ছিল করণ
ফিকাল মেটেরিয়ার নিস্কাশন।
ব্যকটেরিয়ার ফ্লোরা যারা ভিটামিন কে ও বি সংশ্লেষণ করে তাদের সুযোগ সুবিধা প্রদান ও লালন পালন।
লার্জ ইন্টেসটাইনের মিউকাসের সামান্য জীবানু প্রতিরোধক ক্ষমতা রয়েছে।