হাইড্রোসেল এর চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
অণ্ডকোষে জলজমা বা হাইড্রোসেল এর চিকিৎসা
হাইড্রোসেল বা অণ্ডকোষে জলজমা কি? | What is Hydrocele?
হাইড্রোসেল হলো অণ্ডকোষের চারিধারে ঘন তরল পদার্থ (Serous fluid) সঞ্চিত হওয়া। অণ্ডকোষের চারিধারে দুইটি পর্দা রয়েছে, একটির নাম টিউনিকা-ভ্যাজাইনেলিস Tunica vaginalis আরেকটির নাম টিউনিকা এলবুজিনিয়া Tunica albuginea. এই পর্দা দুটি থেকে স্বাভাবিক অবস্থায় সিরাস-মেম্ব্রেণের মত এক প্রকার তরল পদার্থ নিঃসৃত হয়ে দুটি পর্দাকে মসৃণ ও সিক্ত রাখে, তাতে দুটি পর্দা একত্রে জুড়ে যেতে পারে না। কোনো কারণ বশতঃ যখন ঐ তরল পদার্থ স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণে নিঃসৃত হতে থাকে এবং তা যদি আর নিষ্কাশন না হয়ে ঐ দুটি পর্দার মধ্যে জমে থাকে ও ক্রমশঃই পরিমাণে বৃদ্ধি পেতে থাকে, তখন তাকে হাইড্রোসিল বা অণ্ডকোষে জলজমা বলা হয়, এটি এক ধরণের অণ্ডকোষের শোথ Dropsy of the scrotum. কারো কারো লক্ষণগুলো অমাবস্যা ও পূর্ণিমার সময় বৃদ্ধি পেতে দেখা যায়। হাইড্রোসেল এর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
হাইড্রোসেলের ফিজিক্যাল পরীক্ষা | Physical examination of Hydrocele:
রোগটি দেখলে সহজেই বুঝতে পারবেন যে অণ্ডকোষের সাধারণ আকারের চেয়ে অনেক বড়, এমন কি একটি নারিকেলের মতও হতে পারে। কখনো একটি, কখনো দুটি কোষের মধ্যে জল জমে। অণ্ডকোষে হাত দিয়ে চেপে পরীক্ষা করলে ভিতরে জলের উপস্থিতি (Fluctuation) বুঝতে পারা যায়। এ রোগের ফলে অণ্ডকোষের ত্বক পুরু ও মোটা হয়ে যায়। ভেরিকোসিল হলে অণ্ডথলীর চামড়া মোটা হবে। একটি অন্ধকার ঘরে রোগীকে পা ফাঁক করে দাঁড় করিয়ে রোগীর পিছন দিক থেকে দুই পায়ের মধ্যে একটি লাইট জ্বালিয়ে রাখবেন, তারপর সামনের দিক থেকে একটি বাঁশের চোঙ্গা বা একটি নলের সাহায্যে দুই পায়ের মধ্য দিয়ে অণ্ডকোষটি দেখলে- দেখা যাবে অণ্ডকোষে তরল পদার্থ জমে আছে। আর যদি সেটা ভেরিকোসিল হয়ে থাকে তবে অণ্ডথলির চামড়া বেশ পুরু ও মোটা দেখা যাবে।
হাইড্রোসেল হওয়ার কারণসমূহ কি? | What are the causes of Hydrocele?
নানাবিধ কারণে হাইড্রোসেল হতে পারে যেমন: বৃদ্ধদের হাইড্রেমিয়া রোগ (Hydraemia), টিউবারকুলোসিস, বুকে জল জমা, পেটে জল জমা, ইউরেথ্রাইটিস, ইরিটেশন, আঘাত পাওয়া, লাথি মারা ইত্যাদি কারণে হয়ে থাকে।
এ রোগটি কখনো কখনো সুস্থ-সবল যুবকদের এবং কখনো কখনো শিশুদেরও হয়ে থাকে। হাইড্রোসিল হলে অণ্ডকোষ মসৃণ, চকচকে ও খুব শক্ত হয়, পানির প্রেশারে অণ্ডকোষ (Testicle) চ্যাপ্টা ও অনেক ক্ষুদ্র হয়ে ক্রমশ অদৃশ্য হয়ে যায় অথবা ইরিটেশনের ফলে কোষের বৃদ্ধিও হতে পারে।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে হাইড্রোসেল এর চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”hydrocele-2-alo”]
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | SCROFULOUS, CHILDREN: Hydrocele: (1) |
অর্থ | গণ্ডমালা রোগের সহিত কুরণ্ড রোগ |
ঔষধ | 3 Rhod, |
রুব্রিক | HYDROCELE, BOYS, OF: (13) |
অর্থ | বালকদের হাইড্রোসেল বা কুরণ্ড |
ঔষধ | 2 Calc, 2 Sulph, 3 Puls, 3 Sil, 2 Ars, 2 Graph, 2 Aur, 2 Clem, 2 Calc-s, 2 Abrot, 3 Rhod, 2 Kali-chl, 1 Sul-i, |
রুব্রিক | HYDROCELE, BOYS, OF: Infants: (1) |
অর্থ | ইনফ্যান্ট বালকদের হাইড্রোসেল |
ঔষধ | 1 Kali-m, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
[videogallery id=”hydrocele-2-harbal”]