কানের খৈল
কানের ভেতরের ময়লা কে কানের খৈল বলা হয়। সাধারণত খাবার ভাল ভাবে চিবিয়ে খেলে কানে খৈল জমে না। তার পরেও কানে বেশি খৈল জমলে গোসলের পর উন্নতমানের (দামী) কটনবাড দিয়ে আলতোভাবে কানের এই ময়লা পরিস্কার করা যেতে পারে। যদি বেশি শক্ত থাকে তবে রাতে সামান্য অলিভ ওয়েল কানে দিতে হবে। সকালে গোসলের পর নরম হয়ে এলে ধীরে ধীরে কটনবাড দ্বারা পরিস্কার করতে হবে। কানে কটনবাড ব্যতিত অন্যকিছু দেয়া যাবে না। উন্নত মানের কটনবাড় ব্যবহার করতে হবে নইলে কটনবাডের তুলা কানের ভেতরে রয়ে যেতে পারে। ঘন ঘন কানের ভেতরে চুলকানো যাবে না। একজনের কান অন্যকে দিয়ে পরিস্কার করানো যাবে না।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”earwax-alo”]
[videogallery id=”earwax-homeo”]
[videogallery id=”earwax-harbal”]