শিশু রোগ

ক্যাচেক্সিয়া চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

ক্যাচেক্সিয়া চিকিৎসা

ক্যাচেক্সিয়া কি? | What is Cachexia?
দীর্ঘদিন ধরে রোগ ভোগের কারণে শরীরের মাংসপেশীসমূহ হয়ে যাওয়া ও প্রচণ্ডভাবে ওজন কমতে থাকাকে ক্যাচেক্সিয়া বলে। সাধারণত আমরা যদি না খাই তাহলে আমাদের শরীরের চর্বি কমবে কিন্তু যদি ক্যাচেক্সিয়া রোগে আক্রান্ত হই তাহলে চর্বি ও পেশী উভয় কমতে থাকবে। ক্যাচেক্সিয়া চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

যে সকল রোগের কারণে ক্যাচেক্সিয়া হয় তা হলোঃ

১। দীর্ঘদিনের কিডনি ফেইলিউর
২। এইচআইভি, এইডস রোগ।
৩। ক্যান্সার।
৪। একাধিক স্ক্লেরোসিস।
৫। কিডনীর রোগ।
৬। কনজেস্টিভ হার্ট ফেইলিউর।

ক্যাচেক্সিয়ার প্রকারভেদ | Types of Cachexia:

Precachexia: ক্ষুধা হ্রাস, বিপাকের পরিবর্তন, প্রদাহসহ সাধারণ রোগে আক্রান্ত হয়ে ৫% এর বেশি ওজন কমে যাওয়া।
Cachexia: ওজন কমানোর চেষ্টা না করে বা কোন কারণ ছাড়া ১২ মাস বা তার কম সময়ে শরীরের ওজনের ৫% এর বেশি ওজন কমে যাওয়া।
Refractory cachexia: ক্যান্সারে আক্রান্ত হয়ে ও ক্যান্সারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে ওজন কমে যাওয়া। ক্যান্সারে আক্রান্ত প্রায় ৮০% লোকের শেষ পর্যায়ে ক্যাচেক্সিয়া থাকে এবং তাদের মধ্যে এক তৃতীয়াংশ লোক এ অবস্থায় মারা যায়।

ক্যাচেক্সিয়ার লক্ষণসমূহ | Symptoms of Cachexia:

যখন কারো ক্যাচেক্সিয়া হয় তার প্রধান লক্ষণ হলো পেশী এবং চর্বি হ্রাস পাওয়া। কারো কারো ওজন ঠিক থাকলেও নিম্নে উল্লেখিত লক্ষণগুলি দেখা দিতে পারে:
১। ক্লান্তি অনুভব করা।
২। পেশীর শক্তি কমে যাওয়া।
৩। ক্ষুধা হ্রাস।
৪। অ্যালবুমিন প্রোটিনের নিম্ন স্তর।
৫। রক্তশূন্যতা।
৬। পরীক্ষার মাধ্যমে প্রদাহের উচ্চ মাত্রা লক্ষ্য করা।
৭। শরীরের চর্বি কমে যাওয়া।
৮। রক্তে প্রোটিনের মাত্রা কম থাকায় শরীর ফোলা বা শোথ দেখা দেয়া।

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে ক্যাচেক্সিয়া চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

[videogallery id=”cachexia-alo”]

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক
DENTITION, DIFFICULT, TEETHING: Constipation, general irritation and cachexia, with: (3)
অর্থ
দন্তোদ্গমের সময় কোষ্ঠকাঠিন্য ও উপদাহের সহিত দীর্ঘদিন রোগভোগের কারণে শীর্ণতা (রোগ পরিচিতি পর্বের ৮ নং রোগ দেখুন)
ঔষধ
1 Nux-v, 1 Op, 2 Kreos,

[videogallery id=”cachexia-harbal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *