রক্ত রোগের লক্ষণ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
রক্ত রোগের লক্ষণ ও ব্যবস্থাপনা
রক্ত রোগ বলতে রক্তের বিভিন্ন উপাদানের ঘাটতি, আধিক্য, বৈকল্য ইত্যাদিকে বোঝায়।
রক্ত রোগের চিকিৎসার জন্য রক্তরোগ বিশেষজ্ঞ অপ্রাপ্তিতে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহন অধিক ফলপ্রসূ।
রক্ত রোগের সাধারণ কারণ
অপুষ্টি
বংশগত প্রভাব।
জীবানু
প্রতিরোধের সাধারণ উপায়
অপুষ্টি রোধ।
প্রথম শ্রেণীর আত্নীয়র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়া ।
সন্তান নেয়ার পূর্বে স্বামী স্ত্রী উভয়ের কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেয়া।
আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেয়া।
রক্ত রোগের লক্ষণ সমূহ
শরীর দুর্বল লাগা
রক্ত ক্ষরণ প্রবণতা
ঘন ঘন মুখে ঘা হওয়া
দীর্ঘদিন জ্বর থাকা।
বার বার জন্ডিসে আক্রান্ত হওয়া ইত্যাদি ।
শরীর দুর্বল লাগা
সাধারণত এনিমিয়া বা রক্ত স্বল্পতা থাকলে শরীর দুর্বল লাগতে পারে। এর সাথে মাথা ঘুরানো, অরুচি ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে।
রক্ত ক্ষরণ প্রবণতা
রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদানের অভাবে রক্তক্ষরন প্রবণতা হতে পারে। বংশগত রোগ হিমোফিলিয়া, জিনগত ত্রুটি, ডেঙ্গু জ্বর, ব্লাড ক্যান্সার ইত্যাদি কারনে রক্ত ক্ষরণ প্রবণতা হতে পারে। কেটে গেলে রক্ত সহজে জমাট না বাধা, আপনা আপনিই রক্তক্ষরণ (বিশেষত দাঁতের মাড়ি হতে), তুকের নিচে রক্ত ক্ষরন হওয়া ইত্যাদি দ্বারা রক্ত ক্ষরণ প্রবণতা বোঝা যায়।
কারো এমন রক্তক্ষরন প্রবণতা দেখা দিলে দ্রুত রোগীকে হাসপাতালে প্রেরণ করতে হবে। আর যে কোন অপারেশন এমনকি দাঁত উঠানোর পূর্বেও রক্ত ক্ষরণ প্রবণতা। আছে কিনা তা পরীক্ষা করতে হবে।
ঘন ঘন মুখে ঘা হওয়া
মুখে ঘা বলতে মুখগহবরে ঘা, জিহবায় ঘা, ঠোঁটের কোনে ঘা ইত্যাদিকে বোঝায়। অন্যান্য কারনের পাশাপাশি রক্ত রোগেও মুখে ঘা হতে পারে। তবে মারাত্নক ধরনের এনিমিয়ার ক্ষেত্রে এটি বেশি দেখা দেয়। তাই কারো বার বার মুখে ঘা হলে একজন এমবিবিএস মানের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
দীর্ঘদিন জ্বর থাকা
জ্বর অনেক কারনেই হতে পারে। তবে সাধারণত দীর্ঘদিন নিম্নমাত্রার জ্বর থাকা রক্তরোগের অন্যতম একটি লক্ষণ। সচরাচর ভাবেই এর সাথে এনিমিয়া থাকতে পারে। এভাবে কারো দীর্ঘদিন জ্বর থাকলে ও সাধারণ চিকিৎসায় উপকার না হলে একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বার বার জন্ডিসে আক্রান্ত হওয়া
রক্তে অতিরিক্ত বিলিরুবিন জমে গেলেই জন্ডিস হয়। আর এই বিলিরুবিন রক্ত কোষ ভেঙ্গে যাওয়ার ফলে সৃষ্ট হয়। কারো ঘন ঘন জন্ডিস হলে তা বেশি বেশি রক্ত কোষ ভেঙ্গে যাওয়ার কারনেও হতে পারে। সাধারণত থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি ইত্যাদি রক্ত রোগে জন্সিস দেখা যায়।