চোখের ভেতর পর্দার উপস্থিতি ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
চোখের ভেতর পর্দার উপস্থিতি
কখনো কখনো দেখা যায় চোখের এক কোণা থেকে একটি পর্দার মত আবরন সৃষ্টি হয়। এটি একটি অপারেশনযোগ্য রোগ। অবহেলা না করে রোগীকে দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে ।