লাঙ ক্যান্সার চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
লাঙ ক্যান্সার
সাধারণত শ্বাসনালী ও ফুসফুসে ক্যান্সার বেশি দেখা যায়। তামাক সেবন এসকল ক্যান্সারের প্রধান কারন। এ ধরনের ক্যান্সারের প্রধান লক্ষণ এক নাগাড়ে ৩ সপ্তাহের বেশি সময় ধরে (ঔষধে উপশম হয় তবে ঔষধ বাদ দিলে আবার হয় এমন হলেও) গলা ব্যথা, কাশি, কাশির সাথে রক্তক্ষরণ ইত্যাদি। ক্যান্সার হলে দ্রুত একজন এলোপ্যাথিক ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা নিতে হবে।