নাসিকা বা নাক
নাসিকা বা নাক
নোস (nose) বা নাক বা নাসিকা প্রধাণত শ্বাস অঙ্গ । এছাড়াও এটি ঘ্রানান্দ্রিয় হিসেবে কাজ করে। এর অংশ সমূহ
প্যারালাসাল সাইনাস
প্যারান্যাসাল সাইনাস (Para Nasal Sinus) হলো ন্যাসাল ক্যাভিটির (নাসিকা গহবরের) চারপাশে বিদ্যমান অস্থির বায়ুপূর্ন ফাঁকা স্থান ।এই ফাঁকা স্থান (ক্যাভিটি) সিলিয়েটেড কলামনা ধরনের এপিথেলিয়াম দ্বারা তৈরি মিউকাল মেমব্রেন দ্বারা আবৃত।
কাজ।
- ১. গহবরের অভ্যন্তরের বায়ু নিশ্বাসের বাতাসকে আর্দ্রতা ও তাপমাত্রা প্রদান করে।
- ২. ধ্বনি উৎপাদনে সহায়তা করে।
- ৩. ফেসিয়াল বোন (অস্থি) সমূহকে হালকা করে এবং মুখমন্ডলের পুর্ণাঙ্গ আকৃতি প্রদান করে।
ল্যারিংস
ল্যারিংস (Larynx) হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এর অংশ যা ধ্বনি তৈরি করে। একে ভোকাল বক্স ও বলা হয়। এটি ফ্যারিনক্স-এর নিম্ন অংশকে ট্রাকিয়ার সাথে সংযুক্ত করে।
ট্রাকিয়া
ট্রাকিয়া (Trachea) একটি মেমব্রেনো-কার্টিলেজিনাস (কার্টিলেজ ও মেমব্রেন দ্বারা তৈরি এমন) নল যা ল্যারিঙক্সের নিম্ন ধারাবাহিকতা গঠন করে এবং রেসপিরেটরি প্যাসেজ হিসেবে কাজ করে। ট্রাকিয়া আংশিকভাবে নেক ও আংশিক খোরাক্সে অবস্থান করে। ট্রাকিয়ার বেশিরভাগ অংশ মধ্যরেখা বরাবর অবস্থান করে তবে এর শেষ অংশ সামান্য ডান দিকে অবস্থান করে।