রক্ত রোগ চিকিৎসায় ব্যবহৃত ঔষধ
রক্ত রোগ চিকিৎসায় ব্যবহৃত ঔষধ
এই ঔষধগুলোকে সাধারণভাবে নিম্নরূপে শ্রেণীবিভাগ করা যায়- এটি ক) আয়রন প্রস্তুতি
১. এককআয়রন প্রস্তুতি
ওরাল আয়রন: যেমন-ফেরাস ফিউমারেটর
প্যারেন্টেরাল আয়রন; যেমন- আয়রন ডেক্সট্রান।
২. আয়রন ও ভিটামিন প্রস্তুতি; যেমন- ফেরাস সালফেট+ফলিক এসিড।
৩. আয়রন, ভিটামিন ও মিনারেল মিশ্র প্রস্তুতি।
খ) বিশেষ ভিটামিন প্রস্তুতি; যেমন
১. সায়ানোকোবালামিন
২. হাইড্রোক্সোকোবালামিন
৩. মিকোবালামিন
৪. ফলিক এসিড
গ) ইরাইথ্রোপয়টিন : যেমন
১. ইপয়টিন আলফা বিটা
২. মেথক্সি পলিইখায়লিন গ্লাইকো ই পয়টিন বিটা।
ঘ) আয়রন চিলাটিং এজেন্ট: আয়রন অভারলোড নিয়ন্ত্রনে ব্যবহৃত হয়। যেমন ডেসফেরিঅক্সামিন।।
ঙ) হেমোস্টাটিক ড্রাগ: যে সকল ঔষধ হেমেস্টাসিস (রক্ত জমাট বাঁধা) ক্রিয়াকে ত্বরান্বিত করে তাদের হেমোস্টাটিক ড্রাগ বলা হয়। উদাহরন-ট্র্যানেক্সামিক এসিড।