রক্তের কাজ
১. শ্বসন – রক্ত ফুসফুস থেকে দেহে অক্সিজেন পৌছায় এবং দেহ থেকে ফুসফুসে কার্বনডাইঅক্সাইড নিয়ে আসে।
২. পুষ্টি পরিবহন – রক্ত দেহের কোষ কলায় পুষ্টি পৌছায়।
৩. বর্জন – কোষ কলার বিপাকক্রিয়ার ফলে সৃষ্ট বর্জ্য পদার্থ রক্তের মাধ্যমে পরিবাহিত হয় যা পরবর্তীতে নিস্কাশিত হয়।
৪. বাহক হিসেবে কাজ – বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় উপাদান যেমন ভিটামিন, হরমোন এনজাইম ইত্যাদি রক্তের মাধ্যমে পরিবাহিত হয়।
৫. প্রতিরোধমুলক কাজ – শ্বেত কণিকা দেহের বহিঃস্থ বস্তুকে ধ্বংশ করে এভাবে দেহকে রোগ মুক্ত রাখতে সাহায্য করে।
৬. পানির সমতা রক্ষা – রক্তের তরল অংশ দেহের অন্যান্য তরল পদার্থের সাথে বিনিময় যোগ্য । এভাবে তরল বিনিময়ের মাধ্যমে দেহের পানির সমতা রক্ষা করে।
৭. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রন – বক্তের জলীয় অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।