এনাটমি ও ফিজিওলজি

ব্লাড ট্রান্সফিউশন 

ব্লাড ট্রান্সফিউশন

একজন ব্যক্তির (গ্রহিতা) রক্তপ্রবাহে রক্ত বা রক্তের উপাদান প্রবেশ করানোর প্রক্রিয়াকে ব্লাড ট্রান্সফিউশন (blood transfusion) বা রক্ত পরিসঞ্চালন বলা হয়।

 

রক্ত পরিসঞ্চালনের উপযোগীতা।

১. রক্ত ক্ষরণ; আভ্যন্তরিন বা বাহ্যিক।

২. মারাত্নক এনিমিয়া।

কোন কাজ

৩. প্লাজমার অভাব; যেমন পুড়ে যাওয়া।

৪. রক্তের কোষের অভাব; যেমন- ডেঙ্গু হেমোরেজিক জ্বরে প্ল্যাটিলেট।

৫. রক্তের উপাদানের অভাব; যেমন- হিমোফিলিয়া রোগীকে ক্রায়োপ্রিসিপিট্যান্ট।

 

রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে যে সকল ইনফেকশন বিস্তার লাভ করে।

১. ভাইরাস: হেপাটাইপিস ভাইরাস, এইডস ও অন্যান্য কিছু ভাইরাস।

২. প্যারাসাইট: ম্যালেরিয়া, টক্সোপ্লাজমোসিস ইত্যাদি।

৩. ব্যকটেরিয়া: বিভিন্ন ধরনের ব্যকটেরিয়া বিস্তার করতে পারে। তবে সিফিলিস ও গনোরিয়া মারাত্নক।

 

মিসম্যাচড বা বৈশাদৃশ্য রক্ত পরিসঞ্চালনের জটিলতা

১. তাৎক্ষণিক: মারাত্নক পিঠে বেদনা ও বুকে চাপ বোধ।

২. পরবর্তী।

ক) একিউট কিডনী সাটডাউন (নিস্ক্রিয় হয়ে যাওয়া)

খ) আরবিসি ভেঙ্গে যাওয়া।

গ) পরিসঞ্চালন পরবর্তী জন্ডিজ।

 

রক্ত পরিসঞ্চালনের জটিলতা

রক্ত মিসম্যাচড বা বৈসাদৃশ্য না হলেও কিছু জটিলতা দেখা দিতে পারে। যেমন

তাৎক্ষণিক: ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ পায়।

১. একিউট হেমোলাইটিক অবস্থা।

২. নন হেমোলাইটিক ফেব্রাইল অবস্থা।

৩, এলার্জি।

৪. এনাফাইল্যাক্সিস।

৫. ব্যকটেরিয়াল সেপসিস।

৬. ট্রান্সফিউশন রিলেটেড একিউট লাঙ ইনজ্বরি।

৭. মেটাবলিক জটিলতা।

৮. হাইপোথারমিয়া।

৯. সারকুলেটরি ওভারলোড।সর লে

১০. এয়ার এম্বোলিজম।

১১. আইসোলেটেড হাইপোটেনশন।

বিলম্বিত

১. বিলম্বিত হেমোলাইসিস।

২. পোস্ট ট্রান্সফিউশন পারপ্লুরা।

৩. অটোইমুনাইজেশন।

৪. ট্রান্সফিউশন ইনফেকশন।।

৫. আয়রনের আধিক্য।

 

ব্লডি ডোনার

পরিসঞ্চালনের উদ্দেশ্যে যে ব্যাক্তির নিকট হতে রক্ত সংগ্রহ করা হয় তাকে ডোনার হিসেবে অভিহিত করা হয়।

 

নিরাপদ ডোনার বলতে এমন ডোনারকে বোঝায় যার রক্ত পরিসঞ্চালনের জন্য নিরাপদ একজন ডোনারের নিকট হতে সচরাচর ভাবে এক বারেএক ইউনিট (যা ৪৫০ মিলির সমপরিমান) সংগ্রহ করা হয়।

 

একজন আদর্শ ডোনার-এর বৈশিষ্ট্য

১. বয়স-১৮-৬০ বছর।

২. ওজন-৪৫ কেজি হতে বেশী।

৩. হিমোগ্লোবিন- ১২.৫ এর চেয়ে বেশী।

৪. রক্তচাপ

সিস্টোলিক- ১০০-১২০ মিমি পারদ চাপ।

ডায়াস্টোলিক-৬০-১০০ মিমি পারদ চাপ।

৫. পালস-৬০-১০০ প্রতি মিনিট।

৬. তাপমাত্রা-৯৮-৯৮.৬ ° ফারেনহাইট।

৭. বিগত চারমাসে রক্ত গ্রহণ বা দান করা নয় এমন।

৮. যে সকল ইতিহাসমুক্ত হতে হবে

বিগত ৬ সপ্তাহে টিকা গ্রহণ।

বিগত ৪ মাসে জন্ডিজ।

বিগত ৬ মাসে আঘাত বা সার্জারীর ইতিহাস।

৯, যে সকল থাকতে পারবেনা

ক্যান্সার, সি-ও-পি-ডি, মারাত্বক এলার্জি, সি-ভি-ডি।

এস টি ডি।

ব্লাড প্যারাসাইট ইনফেকশন।

১০. দান করার ইচ্ছা থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *