টঙি বা জিহবা
টঙি বা জিহবা
টাঙ (Tongue) বা জিহবা একটি মাসকুলার অরগান (পেশী দ্বারা তৈরি অঙ্গ) যা মুখগহবরের মেঝেতে অবস্থিত। এটি আংশিকভাবে মুখগহবরে ও আংশিকভাবে ফ্যারিংসে অবস্থিত।
কাজ
প্রধান কাজ সমূহের অন্তর্ভূক্ত রয়েছে।
১. চর্বনে সাহায্য করে।
২. কথা বলতে সাহায্য করে।
৩. খাদ্য দ্রব্য মিশ্রনে সাহায্য করে। ৪. খাদ্য দ্রব্য গলাধকরনে সাহায্য করে।