ওরাল ক্যাভিটি বা মুখ গহবর
ওরাল ক্যাভিটি বা মুখ গহবর
ওরাল ক্যাভিটি (Oral cavity) বা মুখগহবর ডায়জেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রের প্রবেশ পথ। একে মাউথ বা মুখ ও বলা হয়।
উপবিভাজন
টিথ ও গাম (দন্ত ও মাড়ী) দ্বারা ওরাল ক্যাভিটিকে দুই অংশে বিভক্ত করা হয়।
১. বাইরের ক্ষুদ্র অংশ: বাইরের দিক থেকে চিক ও লিপ (গন্ডদেশ ও ঠোঁট ); দ্বারা সীমাকৃত।
২. বৃহত্তর আভ্যন্তরিন অংশ বা প্রকৃত ওরাল ক্যাভিটি।