ডায়াপার র্যাশ চিকিৎসা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
ডায়াপার র্যাশ চিকিৎসা
ডায়াপার র্যাশ কী? | What is Diaper Rash?
ডায়াপার র্যাশ হলো শিশুদের নিম্নাংশের ত্বকের এক ধরণের প্রদাহিত রূপ (ডার্মাটাইটিস) যা দেখতে উজ্জ্বল লাল বর্ণের ও ছোপছোপ। ডায়াপার র্যাশ প্রায়শই ভেজা ডায়াপার বা দীর্ঘসময় পরপর ডায়াপার পরিবর্তন করার ফলে হয়ে থাকে, ত্বকে সংবেদনশীলতা ও চুলকানি দেখা দেয়।
ডায়াপার র্যাশের কারণসমূহ | Causes of the Diaper Rash
ডায়াপার র্যাশ বেশ কয়েকটি কারণে হতে পারে। যেমন:
- মল মূত্রের ফলে ইরিটেশন: যদি শিশু ঘন ঘন মলত্যাগ করে বা ডায়রিয়া হয়, তাহলে দীর্ঘসময় ধরে লেগে থাকা মল-মূত্র শিশুর সংবেদনশীল ত্বকে ইরিটেশন করতে পারে। যারফলে শিশুর ডায়াপার র্যাশ হতে পারে।
- চাফিং বা ঘর্ষণ- টাইটফিটিং ডায়াপার বা পোশাক পরার কারণে ত্বকে ঘর্ষণ লেগে র্যাশ হতে পারে।
- নতুন ডায়াপারের ফলে ইরিটেশন: নতুন ব্র্যান্ডের ডিসপোজেবল ডায়াপার, অথবা কাপড়ের ডায়াপার ধোয়ার জন্য ব্যবহৃত ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার বা ফ্যাব্রিক সফটনারের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে এ রোগ হতে পারে।
- ব্যাকটেরিয়া বা ইস্ট (ছত্রাক) সংক্রমণ: ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে এ রোগ হতে পারে।
- নতুন খাবারের পরিচিতি: ৬ মাস বয়স থেকে শিশুরা শক্ত খাবার খেতে শুরু করার সাথে সাথে তাদের মলের বিষয়বস্তু পরিবর্তিত হয়। এতে ডায়াপার র্যাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
- সংবেদনশীল ত্বক: এটোপিক ডার্মাটাইটিস বা সেবোরিক ডার্মাটাইটিস (একজিমা) এর মতো ত্বকের সমস্যাযুক্ত শিশুদের ডায়াপার র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে।
অ্যান্টিবায়োটিকের ব্যবহার: অ্যান্টিবায়োটিকগুলি খারাপ ব্যাকটেরিয়ার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে। যখন একটি শিশু অ্যান্টিবায়োটিক গ্রহণ করে তখন ইস্টের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখে এমন ব্যাকটেরিয়া হ্রাস পেতে পারে, যারফলে ইস্ট সংক্রমণের কারণে ডায়াপার র্যাশ হয়। বুকের দুধ খাওয়ানো শিশু যাদের মায়েরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন তাদেরও ডায়াপার র্যাশ হওয়ার ঝুঁকি বেশি থাকে।
[videogallery id=”diaper-rash-alo”]
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক
DIAPER, RASH, BUTTOCKS: (10)
অর্থ
শিশুদের নিতম্বের তোয়ালে আবৃত স্থানে ফুস্কুড়ি
ঔষধ
2 Sulph, 2 Bor, 2 Merc, 1 Bry, 2 Nit-ac, 3 Sul-ac, 2 Merc-c, 2 Bapt, 2 Kali-chl, 2 Mur-ac,
রুব্রিক
DIAPER, RASH, BUTTOCKS: Aphthous, anus, condition of: (10)
অর্থ
গুহ্যদ্বার ও তার আশেপাশে জাড়ি ক্ষত
ঔষধ
2 Sulph, 2 Bor, 2 Merc, 1 Bry, 2 Nit-ac, 3 Sul-ac, 2 Merc-c, 2 Bapt, 2 Kali-chl, 2 Mur-ac,
রুব্রিক
DIAPER, RASH, BUTTOCKS: Excoriation, between buttocks: (15)
অর্থ
শিশুর দুই বাটকের মাঝামাঝি স্থান ছুলে যায়
ঔষধ
1 Calc, 2 Sulph, 1 Nat-m, 2 Kreos, 1 Puls, 2 Sep, 3 Graph, 2 Nit-ac, 1 Bufo, 2 Carbn-s, 1 Carb-v, 1 Arum-t, 1 Arg-m, 2 Berb, 1 Calen,
[videogallery id=”diaper-rash-harbal”]